Nandini Paul Mukherjee-Kunal Ghosh: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মাকে কটাক্ষ,’গা পিত্তি জ্বলে যায়’ কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ তাপস পালের স্ত্রীর

Nandini Paul Mukherjee-Kunal Ghosh: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মাকে কটাক্ষ,’গা পিত্তি জ্বলে যায়’ কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ তাপস পালের স্ত্রীর

Last Updated:

কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলেন তাপস পালের স্ত্রী। নির্যাতিতার পরিবারকে আক্রমণ নিয়ে কুণালের তীব্র সমালোচনা করে নন্দিনী পাল লেখেন, ”আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো ? গা পিত্তি জ্বলে যায় !”

Nandini Paul Mukherjee Kunal GhoshNandini Paul Mukherjee-Kunal Ghosh: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মাকে কটাক্ষ,’গা পিত্তি জ্বলে যায়’ কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ তাপস পালের স্ত্রীর
Nandini Paul Mukherjee Kunal Ghosh

কলকাতা: আরজি কর কাণ্ডে ফের তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষের মুখে নির্যাতিতার বাবা-মা। সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার ও সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, পরিবারের তরফে কোনও আপিল এখনও করা হয়নি। নির্যাতিতার পরিবারের অপর আইনজীবী গার্গী গোস্বামী বলেন, ”পরিবার এখনও পর্যন্ত ফাঁসি চায় না। তাই আমরা আবেদন করিনি।”

এই পরিস্থিতিতে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। কুণাল বলেন, ”নির্যাতিতার বাবা মা সঞ্জয়ের ফাঁসি চান না। কাদের কথাতে চলছেন তাঁরা! কারা রয়েছে পেছনে! সিপিআইএম, অতিবাম আর জুনিয়র ডাক্তারদের কথা ওদের মুখে! নির্যাতিতার বাবা মা সঞ্জয় রাইকে প্রোটেক্ট করছেন। এরপর তো জেলে সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাবেন। রহস্যজনক আচরণ করছেন তাঁরা।”

এবার কুণাল ঘোষকে পাল্টা জবাব দিলেন তাপস পালের স্ত্রী। নির্যাতিতার পরিবারকে আক্রমণ নিয়ে কুণালের তীব্র সমালোচনা করে নন্দিনী পাল লেখেন, ”আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো ? গা পিত্তি জ্বলে যায় !”

মঙ্গলবার সমাজমাধ্যমে প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী পাল মুখোপাধ্যায় লেখেন,”কুণাল বাবু, আমি ২০ দিনের মধ্যে বাবা ও মা-কে হারিয়েছিলাম। একমাত্র সন্তান হয়েও একফোঁটা কাঁদতে পারিনি। স্বামী মারা যাওয়ার পরও তাই। কিন্তু, এই শোক আজও বয়ে বেড়াচ্ছি। সময় সে কষ্ট লাঘব তো করতেই পারেনি, বরং দিন দিন তা আরও বেড়েছে। দয়া করে জানুন, কষ্ট-বেদনা ও তার আত্মপ্রকাশ বড়ই ব্যক্তিগত। সবাই সবার সামনে দেখাতে পারে না। তাই তাঁরা আবেগহীন ভাববেন না, দয়া করে। আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো ? গা পিত্তি জ্বলে যায় ! দোষী কি একজন ? নাকি বাবা-মা কাঁদছেন না মানেই ওঁরা ওঁদের মেয়েকে মেরেছেন ? কী বলতে চাইছেন বলুন তো !!!”

আরজি কর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন কুণাল ঘোষ। তাঁর কথায়, ”দল বা সরকারের সঙ্গে এর কোন সম্পর্ক নেই। প্রফেশনালি অভিযোগ উঠেছে, কমপ্লেন হয়েছে। আন্দোলনে করেছিল বলে সাত খুন মাফ হয় না কি!”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Nandini Paul Mukherjee-Kunal Ghosh: আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মাকে কটাক্ষ,’গা পিত্তি জ্বলে যায়’ কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ তাপস পালের স্ত্রীর

Next Article

Book Fair 2025: ‘বইমেলা হল আমাদের বইবৃক্ষ’, উদ্বোধন করে বললেন মমতা! লেখক আবুল বাশারকে বিশেষ সম্মান

Scroll to Top