Last Updated:
Nadia Tourism: নিরিবিলি এই পরিবেশে কয়েক ঘন্টা সময় কাটাতে পারবেন প্রিয়জনদের সঙ্গে নিয়ে

গয়েশপুরের বুড়ি বটতলা মন্দির
মৈনাক দেবনাথ, নদিয়া: এই গরমে একদিনেই ঘুরে আসতে পারবেন এবং রাতে বাড়ি ফিরে যেতে পারবেন এমন কোনও জায়গা খুঁজছেন? নদিয়া জেলার গয়েশপুরেই আছে বুড়ি বটতলা। সামনেই বড় জলাশয়- প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন নাম না জানা প্রাচীন গাছের মাঝে রয়েছে জাগ্রত এক কালীমন্দির। নিরিবিলি এই পরিবেশে কয়েক ঘণ্টা সময় কাটাতে পারবেন প্রিয়জনদের সঙ্গে নিয়ে। জানুন নদিয়ার গয়েশপুরে অত্যন্ত জাগ্রত “বুড়ির বটতলা” পুজোর কাহিনি।
গয়েশপুরে “বুড়ির বটতলা” বহু প্রচলিত নাম, জানেন কে এই বুড়ি? পরিচয় জানলে চমকে যাবেন! কল্যাণীর গয়েশপুর পৌর অঞ্চলের কাটাগঞ্জে এই বুড়ির বটতলা যা গয়েশপুর-সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখে মুখে বহু প্রচলিত নাম। স্বাধীনতার অনেক আগে থেকেই এখানে বটবৃক্ষ ছিল। সেই সময় এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঘেরা বসতি ছিল খুবই কম।
ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ১৯৫০ সালে আশে পাশের বেশ কিছু মানুষের বসবাস শুরু হয়। প্রিয়দাসী থেকে বুড়িমা হয়ে ওঠেন তিনি। ১৯৫২ সালে প্রথম স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাটির মন্দির প্রতিষ্ঠিত হয় দক্ষিণাকালী মন্দির। সকলের বুড়িমা হয়ে হয়ে ওঠেন তিনি। বছরে একবার মাঘী পূর্ণিমায় বাৎসরিক পুজো হয়। সেই থেকে এই অঞ্চলের নাম বুড়ির বটতলা হয়ে ওঠে। আজও সেই বটবৃক্ষ রয়েছে। নিয়মিত পুজো অর্চনা হয় মন্দিরে। গয়েশপুর-সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে এই বুড়ির বটতলা।
Kolkata,West Bengal
April 30, 2025 9:06 PM IST
Nadia Tourism: জমিদারগিন্নি আজ ‘বুড়ি মা’, নিরিবিলি পরিবেশে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে একদিনের জন্য ঘুরে আসুন তাঁর স্মৃতিমাখা জায়গায়
Darjeeling Trip: পাহাড়-জঙ্গলে ঘেরা ছোট্ট স্টেশন! টয়ট্রেন এসে দাঁড়াতেই গরম ধোঁয়া ওঠা মোমো! ছোট্ট ছুটির ঠিকানা