Nadia News: রানাঘাটে ভ্রাম্যমান চিকিৎসালয়ের উদ্বোধন! চালকের আসনে খোদ সাংসদ

Nadia News: রানাঘাটে ভ্রাম্যমান চিকিৎসালয়ের উদ্বোধন!  চালকের আসনে খোদ সাংসদ

Last Updated:

রানাঘাটে ভ্রাম্যমান চিকিৎসালয়ের উদ্বোধন করতে এসে নিজেই চালকের আসনে বসলেন সাংসদ জগন্নাথ সরকার

X

Nadia News: রানাঘাটে ভ্রাম্যমান চিকিৎসালয়ের উদ্বোধন!  চালকের আসনে খোদ সাংসদ

রানাঘাটে উদ্বোধন হল ভ্রাম্যমান চিকিৎসালয়ের

রানাঘাট: জনসেবায় এবার অত্যাধুনিক সরঞ্জাম বিশিষ্ট ভ্রাম্যমান চিকিৎসালয় যানের উদ্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। ভ্রাম্যমান চিকিৎসালয়টি রানাঘাট লোকসভা কেন্দ্রের সমস্ত জায়গাতেই ঘুরবে। এই যানবাহনের মধ্যে চিকিৎসাজনিত সমস্ত ব্যবস্থায় থাকবে এবং অ্যাম্বুল্যান্স রূপেও এই যানটিকে ব্যবহার করা যেতে পারে বলে জানা গিয়েছে।

রানাঘাট লোকসভা কেন্দ্র এলাকার প্রত্যন্ত গ্রাম এবং শহরে এই ভ্রাম্যমান যান পৌঁছে যাবে পরিষেবা দিতে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে এই অত্যাধুনিক গাড়ি একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়াবে এবং সাধারণ মানুষের চিকিৎসাজনিত কাজে উপকার করবে, বলেই আশাবাদী সাংসদ জগন্নাথ সরকার।

আরও পড়ুন– স্কুলে পড়তে পড়তেই রুপোলি জগতে প্রবেশ, ভেঙ্কটেশের সঙ্গে জুটি বেঁধেই তেলুগু ইন্ডাস্ট্রিতে দিয়েছিলেন নিজের প্রথম হিট; চেনেন কি সেই সুন্দরী অভিনেত্রীকে?

এই গাড়িতে বিভিন্ন রকম স্বাস্থ্যপরিষেবা মজুত রয়েছে। যাতে যে কোনও সময় রোগীকে যথাসময়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা যায়। এটি যান প্রয়োজনে অ্যাম্বুল্যান্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে। রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রতিটি অঞ্চলের মানুষ যাতে ভাল চিকিৎসা পরিষেবা পেতে পারে তার সুবন্দোবস্ত করে এই গাড়ির উদ্বোধন করেছেন জগন্নাথ। তাঁর এই উদ্যোগে রীতিমতো আনন্দিত রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ।

Next Article

School Teacher: ৩৭০০ জন ছাত্র! স্থায়ী শিক্ষক ১৫, চাকরি গেল ১১ জনের! শুক্রবার যা করে বসলেন ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’!

Scroll to Top