Nadia News: এখনও রমরমিয়ে চলছে আতশবাজির কারখানা! অবৈধ আতশবাজি এবং বাজি তৈরির সরঞ্জামসহ পাকড়াও ব্যক্তি

Nadia News: এখনও রমরমিয়ে চলছে আতশবাজির কারখানা!  অবৈধ আতশবাজি এবং বাজি তৈরির সরঞ্জামসহ পাকড়াও ব্যক্তি

Last Updated:

এর আগে নদিয়া জেলার কল্যাণী এলাকায় একটি বাজি তৈরির কারখানায় হঠাৎই বিস্ফোরণের কারণে উড়ে যায় সম্পূর্ণ কারখানাটি। মৃত্যু হয় বেশ কিছু কারখানার শ্রমিকের

অবৈধ বাজি ও বাজি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক ব্যক্তিNadia News: এখনও রমরমিয়ে চলছে আতশবাজির কারখানা!  অবৈধ আতশবাজি এবং বাজি তৈরির সরঞ্জামসহ পাকড়াও ব্যক্তি
অবৈধ বাজি ও বাজি তৈরির সরঞ্জামসহ গ্রেফতার এক ব্যক্তি

মৈনাক দেবনাথ, নদিয়া: ১৩ কেজি অবৈধ আতশবাজি এবং বাজি তৈরীর সরঞ্জাম সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গাংনাপুর থানার পুলিশ। অবৈধ আতশবাজি বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩ কেজি অবৈধ আতশবাজি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গাংনাপুর থানার একটি বিশেষ তদন্তকারী দল গাংনাপুর থানার সেন্ট্রাল পল্লী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে, অভিজিৎ বিশ্বাস ওরফে বোম্বে নামে এক ব্যক্তির বাড়িতে প্রায় ১৩ কেজি অবৈধ আতশবাজি এবং আতশবাজি তৈরি করার জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে। এবং অভিজিৎ বিশ্বাসকে গ্রেফতার করেছে। এরপর ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট মামলাররুজু করে বুধবার তাকে আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ।

উল্লেখ্য, এর আগে নদিয়া জেলার কল্যাণী এলাকায় একটি বাজি তৈরির কারখানায় হঠাৎই বিস্ফোরণের কারণে উড়ে যায় সম্পূর্ণ কারখানাটি। মৃত্যু হয় বেশ কিছু কারখানার শ্রমিকের। এরপরেই প্রশাসন নড়েচড়ে বসে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে দ্বিতীয় বার না ঘটে সেই কারণে লোকালয়ে বাজি তৈরির কারখানা গুলিতে থানা দেয় পুলিশ।

যে সমস্ত অবৈধ বাজি তৈরির কারখানা গুলি রয়েছে সেগুলির বিরুদ্ধে করা পদক্ষেপ নেয় তারা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারওপ্রশাসনের চোখের ধুলো দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা জেলার বেশ কিছু জায়গায়শুরু করে দিয়েছেন এই বেআইনি বাজি তৈরিরকারবার। আর গোপন সূত্রে পুলিশ খবর পেয়েই তাদেরই একজনকে দিন বাজি সমেত হাতেনাতে পাকড়াও করে গাংনাপুর থানার পুলিশ।

Scroll to Top