Last Updated:
বীরনগরের আগে নাম ছিল উলা গ্রাম, ব্রিটিশরা নাম পরিবর্তিত করে রাখে বীরনগর! কিন্তু কেন? পড়ুন
X

বীরনগরের স্টেশন
বীরনগর: সে বহু যুগ দিন আগের কথা! উলা গ্রামের বাসিন্দারা অত্যাচারী ডাকাতদের ধরে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেয়। গ্রামের বাসিন্দাদের স্বীকৃতি হিসেবে উলা নামের বদলে গ্রামের নয়া নামকরণ হয় ‘বীরনগর’… সেই নাম আজও আছে।
নদিয়ার বীরনগরের বহু প্রাচীন দেবী মা উলাই চণ্ডী। সব অনুষ্ঠানের আগে দেবীকে পুজো করা হয়। কাছেই একটি বটবৃক্ষে মনঃকামনা পূরনের জন্য মাটির ঢিল বাঁধার প্রাচীন রীতি আজও প্রচলিত। এই পুজো উপলক্ষে মেলা বসে, মানুষ প্রাণ ভরে সারা বছরের জিনিস কেনেন।
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 11:12 PM IST