Nabanna: ‘আলু-পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে কেন?’ মুখ্যমন্ত্রীর ধমকের পরেই বড় সিদ্ধান্ত নবান্নের

Nabanna: ‘আলু-পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে কেন?’ মুখ্যমন্ত্রীর ধমকের পরেই বড় সিদ্ধান্ত নবান্নের

Last Updated:

বাজার অগ্নিমূল্য, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। গতকালই আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অগ্নিমূল্য বাজার! আলু-পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। নিজস্ব চিত্রNabanna: ‘আলু-পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে কেন?’ মুখ্যমন্ত্রীর ধমকের পরেই বড় সিদ্ধান্ত নবান্নের
অগ্নিমূল্য বাজার! আলু-পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। নিজস্ব চিত্র

কলকাতা: বাজার অগ্নিমূল্য, নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। গতকালই আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রকাশের পরেই আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিলেন মুখ্যসচিব। টাস্ক ফোর্স এর সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন মুখ্য সচিব। বৈঠকে থাকবেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের আধিকারিকরা এবং ব্যবসায়ীদের সংগঠনের সদস্যরা।
গতকালই, ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ন্ত্রণ করতে বাংলার সীমান্তে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আলু মজুতের পরিস্থিতি কী, অবিলম্বে তার রিপোর্টও চেয়ে পাঠান তিনি। যেভাবে তাঁকে না জানিয়ে প্রচুর পরিমাণে আলু ও পেঁয়াজ ভিন রাজ্যে চলে গিয়েছে, তা নিয়েই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

গতকালই, ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ন্ত্রণ করতে বাংলার সীমান্তে নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আলু মজুতের পরিস্থিতি কী, অবিলম্বে তার রিপোর্টও চেয়ে পাঠান তিনি। যেভাবে তাঁকে না জানিয়ে প্রচুর পরিমাণে আলু ও পেঁয়াজ ভিন রাজ্যে চলে গিয়েছে, তা নিয়েই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: ‘কোনও রেয়াত করা হবে না’! বিকেলে ক্ষোভ প্রকাশ মমতার, সন্ধ‍্যেয় বৈঠক রাজীবের

তাঁর বক্তব্য, রাজ্য সরকার অনেক কষ্ট ও অর্থব্যয় করে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করেছে। কিন্তু তার অর্ধেক বাইরে চলে যাওয়ায় এখন রাজ্যের মানুষকে মহারাষ্ট্রের নাসিকের পেঁয়াজ খেতে হচ্ছে!

আরও পড়ুন:‘কেন আমাকে জানানো হয়নি? দুর্ভাগ্য’, জেল থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা!

নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, চাষিরা নয়, কিছু ফড়ে ব্যবসা করতে গিয়ে রাজ্যকে আর্থিকভাবে শোষণ করছে। এরা সমাজেরও ক্ষতি করছে। এরা আবার একে অন্যের সঙ্গে টাকার লেনদেন করে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজ্যের টাস্ক ফোর্সের মিটিং ডাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার ওই বৈঠক হবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Nabanna: ‘আলু-পেঁয়াজ বাইরে চলে যাচ্ছে কেন?’ মুখ্যমন্ত্রীর ধমকের পরেই বড় সিদ্ধান্ত নবান্নের

Scroll to Top