Murshidabad News: ক্যাম্প করেও দেওয়া হয়নি ট্রাই সাইকেল, হুইলচেয়ার! ৫ বছর ধরে পচছে গোডাউনে, চাতকের মত চেয়ে অসহায় বিশেষভাবে সক্ষমরা

Murshidabad News: ক্যাম্প করেও দেওয়া হয়নি ট্রাই সাইকেল, হুইলচেয়ার! ৫ বছর ধরে পচছে গোডাউনে, চাতকের মত চেয়ে অসহায় বিশেষভাবে সক্ষমরা

Last Updated:

সাগরপাড়ায় সেরিকালচার গোডাউনে হাজারের বেশি পড়ে রয়েছে ট্রাই সাইকেল ও হুইলচেয়ার

X

Murshidabad News: ক্যাম্প করেও দেওয়া হয়নি ট্রাই সাইকেল, হুইলচেয়ার! ৫ বছর ধরে পচছে গোডাউনে, চাতকের মত চেয়ে অসহায় বিশেষভাবে সক্ষমরা

গোডাউনে পড়ে রয়েছে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার 

মুর্শিদাবাদ: বিশেষভাবে সক্ষমদের জন্য হাজার হাজার ট্রাই সাইকেল পড়ে নষ্ট হচ্ছে গোডাউনে। সাগরপাড়ায় সেরিকালচার গোডাউনে হাজারের বেশি পড়ে রয়েছে ট্রাই সাইকেল ও হুইলচেয়ার। প্রশাসনিক জটিলতায় লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে ঠিক এইভাবে।

অনেক বিশেষভাবে চাহিদা সম্পন্ন তারা কতটা কষ্ট করছে। সাইকেল কিনতে পারছে না অর্থের অভাবে। যদিও বা সরকারি দফতরে চাইতে গেলেও বিভিন্ন অজুহাতে মিলছে না বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাইকেল। ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার উদ্যোগে জলঙ্গি বিধানসভাতে দেওয়া হয় এক হাজারের বেশি ট্রাই সাইকেল। কিন্তু সেইসব সাইকেল ২০২১ সাল থেকে মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়ার রেশম খামারের পেছনের গোডাউনে পড়ে রয়েছে। কয়েক হাজার ট্রাই সাইকেলের পাশাপাশি পড়ে রয়েছে হুইলচেয়ার সহ বিশেষভাবে সক্ষমদের একাধিক সরঞ্জাম।

আরও পড়ুন: ‘সকলের চৈতন্য হোক’, বিশেষ গাছের বীজে চৈতন্যদেব এঁকে বিশেষ বার্তা শিক্ষকের

এইসব সাইকেল পেলে বিশেষভাবে সক্ষমরা কার্যত নতুন জীবন ফিরে পান। এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারেন। আর এক একটি ট্রাই সাইকেলের দাম কয়েক হাজার টাকা। অনেক বিশেষভাবে সক্ষম ব্যক্তি টাকার অভাবে তা কিনতে পারেন না, অক্ষম ব্যক্তিদের তো দূরের কথা। আর সেই সব সাইকেল নিজেদের গাফিলতিতে ফেলে রেখেছে গোডাউনে। আর সেখানে জং মরচে পড়ে তা নষ্ট হচ্ছে বলেই অভিযোগ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জানা যায়, ২০২১ সালে জলঙ্গির বিধায়কের তরফেও ক্যাম্পের জন্য আনুষ্ঠানিক ব্যবস্থা করা হয়েছিল। সেই ক্যাম্পে জলঙ্গি বিধানসভা এলাকায় প্রচুর বিশেষভাবে সক্ষম ও বয়স্করা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সেই ক্যাম্প হওয়ার পরে ওই সংস্থা থেকে উপভোক্তাদের জন্য প্রচুর ট্রাই সাইকেল ও হুইলচেয়ার পাঠানো হয়। আর সেই সব সাইকেল সাগরপাড়া অনুষ্ঠান বাড়িতে পড়েছিল। পরবর্তীতে সেখানে সমস্যা হওয়ায় সাগরপাড়ার রেশম মডেল গ্যারেজের পেছনে একটি পরিত্যক্ত গোডাউনে রাখা হয়। আর সেখানেই বর্তমানে পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার ট্রাই সাইকেল।

তাহলে কবে দেওয়া হবে এইসব সাইকেল? ট্রাই সাইকেল না পেয়ে বিশেষভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিরা হেঁটে বেড়াচ্ছে অতি কষ্টের সঙ্গেই। যদিও পঞ্চায়েত সমিতি জানিয়েছেন, “আমরা বিধায়ককে জানিয়েছি, যাতে অবিলম্বে এই ট্রাই সাইকেল উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।”

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Murshidabad News: ক্যাম্প করেও দেওয়া হয়নি ট্রাই সাইকেল, হুইলচেয়ার! ৫ বছর ধরে পচছে গোডাউনে, চাতকের মত চেয়ে অসহায় বিশেষভাবে সক্ষমরা

Next Article

দাউ দাউ করে জ্বলছে আগুন! ছারখার জঙ্গল…এ কী অবস্থা? পাতা ঝরার মরশুমে বেহাল বাস্তুতন্ত্র

Scroll to Top