Murshidabad News: ঝাড়খন্ডের প্রবল বৃষ্টিতে জলমগ্ন জঙ্গিপুর মহকুমার একাংশ! বিচ্ছিন্ন বিভিন্ন গ্রাম

Murshidabad News: ঝাড়খন্ডের প্রবল বৃষ্টিতে জলমগ্ন জঙ্গিপুর মহকুমার একাংশ! বিচ্ছিন্ন বিভিন্ন গ্রাম

Last Updated:

ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব অন্যদিকে দক্ষিণবঙ্গে আরও ভারি বৃষ্টির পূর্বাভাস, ঝাড়খণ্ডের জল নেমে এবার জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন হয়েছে  বহুতালি গ্রাম পঞ্চায়েত ও হারুয়া গ্রাম পঞ্চায়েত ও উমরাপুর গ্রাম পঞ্চায়েত, শাহজাদপুর এলাকা।

+

Murshidabad News: ঝাড়খন্ডের প্রবল বৃষ্টিতে জলমগ্ন জঙ্গিপুর মহকুমার একাংশ! বিচ্ছিন্ন বিভিন্ন গ্রাম

জঙ্গিপুর মহকুমার বিভিন্ন জায়গাতে জলস্তর বৃদ্ধি হতেই বন্যা পরিস্থিতি তৈরি 

জঙ্গিপুর: ঝাড়খণ্ডের বৃষ্টির প্রভাব অন্যদিকে দক্ষিণবঙ্গে আরও ভারি বৃষ্টির পূর্বাভাস, ঝাড়খণ্ডের জল নেমে এবার জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকা জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। জলমগ্ন হয়েছে  বহুতালি গ্রাম পঞ্চায়েত ও হারুয়া গ্রাম পঞ্চায়েত ও উমরাপুর গ্রাম পঞ্চায়েত, শাহজাদপুর এলাকা।

আরও পড়ুনঃ দই মাছ খেতে পচ্ছন্দ করেন? টক দই আর মাছ কি একসঙ্গে খাওয়া উচিত? আসল সত‍্যিটা জানলেন আঁতকে উঠবেন

দিন কয়েক থেকে লাগাতার বৃষ্টি ঝাড়খন্ডে তার প্রভাব এসে পড়ল মুর্শিদাবাদের সুতি থানায় এলাকায়। ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকার জল মুরারই দিয়ে সুতি থানা এলাকায় প্রবেশ করে। এর ফলে জলমগ্ন হয়ে পড়েছে সুতি এক নম্বর ব্লকে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের শাহজাদপুর এলাকা।  জললগ্ন শাহাজাদপুর থেকে কেবি রোড যাওয়ার একমাত্র রাস্তা, প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে থাকায় ব্যাহত জনজীবন।

স্থানীয় বাসিন্দারা জানান, সুতির-১ বহুতলি পঞ্চায়েতের গোপালনগর, শ্রীঘরি, হোসেনপুর ও নারায়নি মাঠ জলমগ্ন। গোপালনগর একটি রাস্তা জলমগ্ন থাকায় যাতায়াতের অসুবিধায় পড়ছে গ্রামবাসীরা। আইসিডিএস সেন্টারের সামনে রাস্তা দিয়ে প্রচন্ড গতিতে জল যাচ্ছে যেকোন সময় বাচ্চা থেকে শুরু করে গ্রামের সাধারন মানুষ দুর্ঘটনার কবলে পরতে পারে। টানা বৃষ্টি ও ঝাড়খন্ডের পাহাড়ি জল নামায় সমস্যায় গ্রামবাসীরা।

ঘটনার জেরে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বিডিও সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা। সুতি বিডিও অরুপ কুমার সাহা ও কাদুয়া বিট হাউজের পুলিশ প্রশাসন তারা সরজমিনে খতিয়ে দেখেন। সুতি-১ ব্লক বিডিও আরুপ সাহা জানিয়েছেন, ঝাড়খন্ড থেকে পাহাড়ি জল ও টানা বৃষ্টির ফলে সমস্যায় পড়েছে সুতি-১ ব্লকের বহুতলি পঞ্চায়েতের গ্রামবাসীরা। বহুতলি পঞ্চায়েতের গোপালনগর, শ্রীঘরি, হোসেনপুর ও নারায়নি মাঠ পরিদর্শন করি। গোপালনগর একটি রাস্তা জলমগ্ন থাকায় যাতায়াতের অসুবিধায় পড়ছে গ্রামবাসীরা। গ্রামের মানুষ হোসেনপুর রাস্তা দিয়ে যাতায়াত করছে। প্রশাসন সব কিছুর ওপরেই নজরদারি রাখছে ।

তন্ময় মন্ডল

Scroll to Top