Last Updated:
Murshidabad News: কোটি কোটি টাকার মাদক কোথায় যাচ্ছিল। তার তদন্তে নেমে উদ্ধার হল নগদ অর্থ। নগদ অর্থ গুনতে আনা হল টাকা গোনার মেশিন

মুর্শিদাবাদ: কোটি কোটি টাকার মাদক কোথায় যাচ্ছিল। তার তদন্তে নেমে উদ্ধার হল নগদ অর্থ। নগদ অর্থ গুনতে আনা হল টাকা গোনার মেশিন। আর টাকা উদ্ধার হতেই তাজ্জব বনে গেল পুলিশও। ঘটনাটি ঘটেছে জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জে। তিন কিলোগ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই মাদকের বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এই ঘটনা এক বড় সাফল্য। এমনই দাবি করেছেন পুলিশ আধিকারিকরা।
গোপন সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থানার তালাইমোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। ১২ নম্বর জাতীয় সড়কে এক বাইক চালককে সন্দেহ হয় তাদের। তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩ কিলোগ্রাম নিষিদ্ধ মাদক। নিষিদ্ধ মাদক বহনের অভিযোগে কুরবান শেখ নামে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথগঞ্জের ওমরপুরের একটি হোটেলে হানা দিয়ে জনৈক নাজির হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রচুর টাকা। টাকা গুনতে হোটেলে নিয়ে যাওয়া হয় টাকা গোনার মেশিন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বড়চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। হোটেলের মধ্যেই মাদক পাচারের ছক ছিল বলেই অনুমান পুলিশের। করিডর হিসেবে ওমরপুরকে ব্যবহার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত কুরবান বহরমপুরের দিক থেকে নিষিদ্ধ মাদক নিয়ে যাচ্ছিলেন ওমরপুরের হোটেলে। সেখানে নাজিরের হাতে ওই মাদক পৌঁছে দেওয়ার কথা ছিল। নাজিরের কাছে গিয়ে পাওয়া যায় বিপুল অঙ্কের টাকা। কোথা থেকে এত টাকা পেয়েছেন, তার সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত।
পুলিশ এও জানিয়েছে, গত কয়েক মাসে মুর্শিদাবাদ-মালদহ সীমানায় মাদক পাচারের ঘটনা বেড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে হেরোইন, ইয়াবার পাচারচক্রের সক্রিয়তা বেড়েছে। তবে জঙ্গিপুর পুলিশ জেলাতে এতবড় মাদক কারবারের পাচারের ঘটনা এই বছরে প্রথম। তবে কোথায় যাচ্ছিল এই মাদক তার তদন্ত শুরু করেছে পুলিশ।
কৌশিক অধিকারী
Kolkata,West Bengal
March 18, 2025 4:18 PM IST
Purba Bardhaman News: বিজ্ঞানে স্নাতক! বিয়ের পরেই বদলে গেল জীবন! ভাগ্যের পরিহাসে যা করে রোজগার করেন মহিলা…