Last Updated:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনেছিল এক যুবক। কিন্তু কিস্তির টাকা দিতে পারছিলেন না তিনি।

প্রণব বন্দ্যোপাধ্যায়, নবগ্রাম: মোটরসাইকেলের ইএমআই বা মাসিক কিস্তি শোধ করছিলেন বাইকের মালিক৷ তাই মাঝরাস্তা থেকে বাইকের দখল নিতে এসেছিলেন ফিনান্স সংস্থার কর্মীরা৷ উল্টে সেই কর্মীদের লক্ষ্য করেই গুলি চালানোর অভিযোগ উঠল মোটরসাইকেলের মালিক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে৷ গুলিতে একজন আহত হন বলে খবর৷ এমন কি, ওই আর্থিক সংস্থার এক কর্মীকে অপহরণও করা হয় বলে অভিযোগ৷
সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদের নবগ্রামের জাতীয় সড়কের উপরে৷ শেষ পর্যন্ত অপহরণের চার ঘণ্টার মধ্যে ফিনান্স সংস্থার অপহৃত কর্মীকে পার্শ্ববর্তী মালদহ জেলার কালিয়াচক থেকে উদ্ধার করে পুলিশ৷
আরও পড়ুন: সুকান্তই থাকছেন না দিলীপ ফিরছেন? বিজেপির রাজ্য সভাপতি পদে কে, দুই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে কিস্তিতে একটি মোটরসাইকেল কিনেছিল এক যুবক। কিন্তু কিস্তির টাকা দিতে পারছিলেন না তিনি। শুক্রবার বিকেলে নবগ্রামে জাতীয় সড়কের পাশে ওই যুবকের মোটরসাইকেল আটকান ঋণদানকারী সংস্থার কর্মীরা। বাইক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা।
অভিযোগ, সেই সময় ফিনান্স সংস্থারর কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই মোটরসাইকেলের মালিক। অভিযুক্তের সঙ্গে ছিল আরও দুজন। গুলিবিদ্ধ হন দিপ্তেশ মণ্ডল নামে ফিন্যান্স সংস্থার এক কর্মী। এরপরই ইন্দ্রজিৎ ঘোষ নামে অন্য আর এক কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ছোট চার চাকার গাড়িতে করে অপহরণ করে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। চার ঘণ্টা পর মালদহের কালিয়াচক থেকে অপহৃত কর্মীকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ফিনান্স সংস্থার অপহৃত কর্মীর মোবাইলের টাওয়ার লোকেশন দেখেই তাঁকে উদ্ধার করা হয়৷ খতিয়ে দেখা হচ্ছে জাতীয় সড়কের পাশে থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পুলিশ জানিয়েছে, এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পিস্তল তারা কোথায় থেকে পেল, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে বড় কোন গ্যাং যুক্ত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান তদন্তকারীদের৷
Kolkata,West Bengal
March 18, 2025 3:28 AM IST
Murshidabad News: কিস্তি বকেয়া, মাঝরাস্তা থেকে বাইক তুলতে এসে নিজেই অপহৃত রিকভারি এজেন্ট! নবগ্রামে টান টান নাটক
East Medinipur News: তীব্র গরমে ছাদ বাগান শুকিয়ে কাঠ? বাঁচাতে এই পন্থা অবলম্বন করুন আজই