Murshidabad News: কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের তাণ্ডব! একই জেলায় মৃত ফুটবল কোচ সহ ২, আহত ১

Murshidabad News: কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের তাণ্ডব! একই জেলায় মৃত ফুটবল কোচ সহ ২, আহত ১

Last Updated:

বজ্রপাতে ফুটবল প্রশিক্ষক সহ মৃত্যু হল আরও একজনের

বজ্রপাতMurshidabad News: কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতের তাণ্ডব! একই জেলায় মৃত ফুটবল কোচ সহ ২, আহত ১
বজ্রপাত

মুর্শিদাবাদ: মঙ্গলবার বিকালে হঠাৎই কালবৈশাখীর তান্ডব রঘুনাথগঞ্জ জুড়ে। আর কালবৈশাখীর তান্ডবের সঙ্গে জোড়া বজ্রপাতের ঘটনা ঘটল রঘুনাথগঞ্জের দুই পৃথক জায়গায়। বজ্রপাতে ঘটে জামাইবাবু ও শ্যালকের ওপর। মৃত্যু হল শ্যালকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাঘা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জয়ন্ত রায়। বাড়ি মালদা জেলায়। তিনি বাঘা গ্রামে তক্ষকের বিল পুকুর আগলদারীর কাজ করতেন। অন্যদিকে আহত হয়েছেন জামাইবাবু সমর রায়।

এছাড়াও রঘুনাথগঞ্জের জোৎকমলে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক ফুটবল প্রশিক্ষকের। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাবিরুল সেখ (৩৬)। ঘটনাটি ঘটেছে জোৎকমল স্পোর্টিং মাঠে। সাবিরুল সেখ ফুটবল খেলা প্রশিক্ষণ দিচ্ছিলেন বলেই জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মালদা জেলার বাসিন্দা জয়ন্ত রায়। বেশ কিছু দিন ধরেই আর্থিক লাভের আশায় বাঘা গ্রামে একটি পুকুরে আগলদারীর কাজ করতেন শ্যালক জয়ন্ত রায় ও তার জামাইবাবু সমর রায়। কিন্তু মঙ্গলবার বিকালে হঠাৎই শুরু হয় কালবৈশাখীর তান্ডব সঙ্গে বৃষ্টি। আর তখনই হঠাৎই বজ্রপাত ঘটলে মৃত্যু হয় জয়ন্ত রায়ের। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ জয়ন্ত রায়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যদিকে রঘুনাথগঞ্জের জোৎকমল এলাকায় অন্যান্য দিনের মতই ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন সাবিরুল। তখনও কল্পনা করতে পারেননি এই ঘটনা ঘটবে। গত তিন বছর ধরে ফুটবল প্রশিক্ষণ দিতেন। এমনকি বাইরে থেকেও খেলোয়াড়রা ফুটবল প্রশিক্ষণ নিত। আর মঙ্গলবার বিকালে হঠাৎই কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাত ঘটে। মৃত্যু হয় সাবিরুল সেখের। পুলিশ দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

কৌশিক অধিকারী 

Scroll to Top