Money Making Tips: স্ট্রবেরি চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় ! দেখে নিন কী ভাবে সম্ভব

Money Making Tips:  স্ট্রবেরি চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় ! দেখে নিন কী ভাবে সম্ভব

Last Updated:

Money Making Tips: জানুন কীভাবে স্ট্রবেরি চাষ করবেন, বিনিয়োগ, লাভের পরিমাণ এবং সর্বোচ্চ মুনাফা পাওয়ার উপায়।

X

Money Making Tips:  স্ট্রবেরি চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় ! দেখে নিন কী ভাবে সম্ভব

স্ট্রবেরী চাষ

মুর্শিদাবাদ: টক-মিষ্টি স্বাদের স্ট্রবেরি। দেখতেও বেশ। নবাবের জেলায় স্ট্রবেরি চাষ করে তাক লাগাচ্ছেন এক ব্যক্তি, মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা, এই জেলায় বিভিন্ন রকম চাষ হয়ে থাকে, কিন্তু এবার অভিনব উদ্যোগে স্ট্রবেরি চাষ করে তাক লাগিয়েছে মুর্শিদাবাদের ইসলামপুর থানার থানার কসবাগোসয় এলাকার জহরুল মন্ডল নামের এক চাষি।

জানা যায় তিনি এক কাঠা স্ট্রবেরি চাষ করে লাখ টাকার স্বপ্ন দেখছেন স্ট্রবেরি চাষি। কারণ এক বিঘাতে প্রায় এক লক্ষ টাকা ইনকাম হবে এক মাসে, এমনই দাবি চাষির।পাশাপাশি তিনি বলেন আমাদের জেলা পিছিয়ে পড়া, সেই জেলাতে চাষ করে কোনও লাভের অঙ্ক দেখতে পায়না, কিন্তু আমরা সকলে যদি অভিনব উদ্যোগে চাষ করে থাকি, তাহলে আমাদের এই জেলা আরও অন্যতম ছোয়া লাভ করবে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদা থেকে ৫ বছরের জন্য ৫ লাখ টাকার কার লোন নিলে প্রতি মাসে কত EMI দিতে হবে ?

চাষি জহরুল মন্ডল তার কথায় বাড়িতে চাইলেও এই স্ট্রবেরি চাষ করা যেতে পারে। নার্সারি থেকে সরাসরি স্ট্রবেরির চারা কিনতে পারেন। গাছে ফলন পেতে গেলে চারাও ভাল হওয়া দরকার। খুব ছোট চারা কিনলে সেটি ছোট ভাঁড়ে বা কফি কাপে বসিয়ে দিতে পারেন। চারা একটু বড় হলে বসাতে হবে টবে।

দোঁআশ মাটিতে স্ট্রবেরি ভাল হয়। ৩০ শতাংশ মাটি, ৩০ শতাংশ কোকোপিট, ৪০ শতাংশ জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করে নিন। মাঝারি আকারের টবে ৬ ইঞ্চি গর্ত করে বসিয়ে দিন চারা। একটি বড় টবে একাধিক চারা বসাতে পারেন। সে ক্ষেত্রে প্রতিটি গাছ বাড়বৃদ্ধির জন্য যাতে প্রয়োজনীয় জায়গা পায় তা দেখতে হবে।

আরও পড়ুন: PPF, SSY, SCSS, NSC: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার কি এপ্রিল থেকে পরিবর্তিত হবে?

স্ট্রবেরি গাছের জন্য মাটিতে আর্দ্রতা থাকা প্রয়োজন। তবে গোড়ায় জল জমলে গাছের ক্ষতি হতে পারে। প্রতি দিন নয়, গাছের গোড়ায় কয়েক দিন বাদে বাদে জল দিতে হবে। যখন জল দেবেন বেশি করে দেবেন। যাতে গাছের শিকড় পর্যন্ত জল যায়।

পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ বাঁচাতে এবং মাটি ভাল রাখতে প্লাস্টিক দিয়ে গাছের গোড়া এবং মাটি ঢেকে দিতে পারেন। তবে গাছ থাকবে প্লাস্টিকের বাইরে। কারণ, গাছের বেড়ে ওঠার জন্য যথেষ্ট আলো-হাওয়া দরকার।

কৌশিক অধিকারী 

Next Article

Kerala Tourism: গরমের ছুটিতে গন্তব্য হোক কেরল, পর্যটক টানতে অল ইন্ডিয়া ক্যাম্পেন চালু করছে কেরল সরকার

Scroll to Top