Last Updated:
Modi On NDA Meet: রবিবার এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্য়মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানমন্ত্রী এনডিএ-নেতাও মন্ত্রীদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন।

নয়াদিল্লি: রবিবার এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্য়মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠকে প্রধানমন্ত্রী এনডিএ-নেতাও মন্ত্রীদের সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী সম্প্রতি কিছু নেতার অপ্রয়োজনীয় বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁদের আগামী দিনে মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্টতই ইঙ্গিত দিয়েছেন, বেঁফাস মন্তব্য বন্ধ করতে হবে।
অপারেশন সিঁদুরের পর এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কার্যত সবাইকে বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এই বৈঠকে অপারেশন সিঁদুরের সাফল্য়, দেশজুড়ে আয়োজন হওয়া জনগণনা ও জাতগণনা-সহ একাধিক প্রসঙ্গে প্রস্তাব পাশ করা হয়।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী এনডিএ নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “বক্তৃতায় সংযত থাকুন এবং অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলুন। নেতাদের কোথাও কিছু বলা থেকে বিরত থাকা উচিত।”
প্রসঙ্গত, গত মাসের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা এবং প্রতিমন্ত্রী বিজয় শাহ-সহ একাধিক বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী মোদির এই পরামর্শ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
Kolkata,West Bengal