Last Updated:
West Bengal news: সৌদি আরবে আটকে বাংলার ব্যারাকপুর সহ প্রায় জন ষাটেক পরিযায়ী শ্রমিক, ভারতে ফেরানোর কাতর আবেদন জানাচ্ছেন তারা। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে ৬০ জনের মতন বঙ্গবাসী বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছেন।

শ্রমিকদের আবেদন
দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে তারা বেতন পাচ্ছে না, খাওয়াও দেওয়া হচ্ছে না ঠিক করে। এমনকি সৌদি আরব থেকে দেশে ফিরতেও দেওয়া হচ্ছে না তাদের বলে অভিযোগ। সমাজ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আটকে পড়া ওই কর্মীরা, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আবেদন জানান তাদের উদ্ধার করে দেশে ফেরানো ব্যবস্থা করতে।
বিদেশে আটকে পড়া ওই কর্মীদের মধ্যেই হাজিনগর এলাকার রবি প্রতাপ সিং এর বাবা অভিমন্যু সিং জানান, ছেলের এমন অবস্থায় চরম উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার। তাকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চাইছেন। পাশাপাশি রবি প্রতাপ সিং এর স্ত্রী জুই সিং এর আবেদন, তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক সরকার সহ এমপি, এমএলএ-দের কাছে।
বিষয়টি নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে আটকে পড়া ওই কর্মীদের দেশে ফিরিয়ে আনা যায়। এখন দেখার কত দিনে বিদেশ থেকে সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা।
রুদ্র নারায়ণ রায়
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Migrant Worker: বেতন বন্ধ, জুটছে না খাওয়াও! সৌদি আরবে আটকে বাংলার শ্রমিকদের দেশে ফেরার কাতর আবেদন, উৎকণ্ঠায় পরিবার