Mid-Day Meal: স্কুলে উপস্থিত ৯০ জন ছাত্র-ছাত্রী, মিড ডে মিলে খাচ্ছে ৫১৫ জন, এত খাবার যাচ্ছে কোথায়? জানলে আঁতকে উঠবেন…

Mid-Day Meal: স্কুলে উপস্থিত ৯০ জন ছাত্র-ছাত্রী, মিড ডে মিলে খাচ্ছে ৫১৫ জন, এত খাবার যাচ্ছে কোথায়? জানলে আঁতকে উঠবেন…

Last Updated:

Mid-Day Meal: গত ৮ জুলাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই স্কুলে পরিদর্শন যাওয়া হয়েছিল। মিড ডে মিল কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন ৯০ জন পড়ুয়ার মিড ডে মিল রান্না করা হয়েছে। কিন্তু খাতায়-কলমে মিড ডে মিল দেখানো হচ্ছে ৫১৫ জন ছাত্রের।

ছাত্রের সংখ্যা বাড়িয়ে স্কুলের মিড ডে মিলে কারচুপিMid-Day Meal: স্কুলে উপস্থিত ৯০ জন ছাত্র-ছাত্রী, মিড ডে মিলে খাচ্ছে ৫১৫ জন, এত খাবার যাচ্ছে কোথায়? জানলে আঁতকে উঠবেন…
ছাত্রের সংখ্যা বাড়িয়ে স্কুলের মিড ডে মিলে কারচুপি

হাওড়া: মিড ডে মিলে কারচুপি, স্কুলে হাজিরার প্রায় ৪ গুণ ছাত্র ছাত্রী খাচ্ছে মিড ডে মিল! মিড ডে মিল নিয়ে দুর্নীতি’র অভিযোগে বেশ কিছু স্কুলে নাম আগেই উঠে এসেছে। এবার মিড ডে মিলের দুর্নীতি উঠে এল হাওড়ার উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের একটি উচ্চ বিদ্যালয়ে।

ওই বিদ্যালয়ে বর্তমানে যে সংখ্যক ছাত্র ছাত্রী প্রতিদিন হাজির হচ্ছে, খাতা-কলমে দেখানো হচ্ছে তার থেকে কয়েক গুণ বেশি। বর্ধিত সংখ্যা যা প্রায় উপস্থিত ছাত্র-ছাত্রীর সংখ্যার প্রায় চারগুণ। সেই অনুযায়ী মিড ডে মিলে খরচ দেখান হচ্ছে খাতায় কলমে।

জানা যায়, এই কারচুপি এক বা দু’দিন নয়। সারপ্রাইজ ভিজিটেই এমন তথ্য উঠে আসে। যেখানে দু-দশ জন ছাত্রের সংখ্যা বাড়ানো নয়। মোট ছাত্র সংখ্যার কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। ব্লক প্রশাসনের কর্মীরা স্কুলে পৌঁছতেই স্কুলের এই ঘটনা সামনে আসে। ঘটনা সামনে আসতেই, ওই স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করেছেন উলুবেড়িয়া ১ নম্বর ব্লক সমষ্টি আধিকারিক।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই স্কুলে পরিদর্শন যাওয়া হয়েছিল। মিড ডে মিল কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারেন ৯০ জন পড়ুয়ার মিড ডে মিল রান্না করা হয়েছে। কিন্তু খাতায়-কলমে মিড ডে মিল দেখানো হচ্ছে ৫১৫ জন ছাত্রের।

ওই দিন ব্লক আধিকারিকরা দেখেন ১৯৩ জন ছাত্র উপস্থিত রয়েছে স্কুলে। তার মধ্যে ৯০ জন পড়ুয়া খাবার খাবে। সেই মত মিড ডে মিল। সেই সংখ্যা খাতায়-কলমে দেখানো হয়েছে চার গুণেরও বেশি। ৫০৮ জন ছাত্র মিড ডে মিল রান্না হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ দেখিয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়মবিধি ভঙ্গের অভিযোগও ওঠে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সরকারি নিয়ম রয়েছে পড়ুয়াদের খাবার পরিবেশন করার আগে কোনও একজন শিক্ষক বা শিক্ষিকা স্কুলে তৈরি সেই খাবার খেয়ে দেখবেন। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শিক্ষকরা কোনওরকম মিল না টেস্ট করেই ছাত্রদের খাবার পরিবেশন করেন।

এ প্রসঙ্গে বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, মিড ডে মিলে এই অনিয়ম করার জন্য স্কুলের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক সমাজের পথপ্রদর্শক। তাঁদের কাছ থেকে এমন অনিয়ম অপ্রত্যাশিত এবং নিন্দনীয় ঘটনা। ঘটনার সঠিক উত্তর বা সঠিক কারণ না পাওয়া গেলে, ঘটনার আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন তিনি।

রাকেশ মাইতি 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Mid-Day Meal: স্কুলে উপস্থিত ৯০ জন ছাত্র-ছাত্রী, মিড ডে মিলে খাচ্ছে ৫১৫ জন, এত খাবার যাচ্ছে কোথায়? জানলে আঁতকে উঠবেন…

Scroll to Top