Last Updated:
অভিযোগকারী ওই ব্যক্তির নাম বাবলু কুমার৷ পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়৷ ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে৷

মেরঠ: কয়েকদিন আগে উত্তর প্রদেশের মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ এবার সেই মেরঠেই নিজের মদ্যপ স্বামীকে কেটে টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি দিলেন স্ত্রী৷
মেরঠের মুসকানকে দেখেই ওই মহিলা নিজের স্বামীকে এমন হুমকি দিয়েছেন কি না, তা অবশ্য জানা যায়নি৷ তবে মেরঠের কাঁকের খেরা এলাকায় এই ঘটনা ঘটেছে৷ স্ত্রীর মুখে এই হুমকি শুনেই প্রাণভয়ে ওই ব্যক্তি থানায় ছোটেন৷
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী ওই ব্যক্তির নাম বাবলু কুমার৷ পাঁচ বছর আগে তাঁর বিয়ে হয়৷ ওই দম্পতির দুটি সন্তানও রয়েছে৷ অভিযোগ, বাবলুর মদ্যপানকে কেন্দ্র করে বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগে থাকে৷ শেষ পর্যন্ত, স্বভাব না শুধরোলে তিনিও বাবলুকে খুন করে দেহ ড্রামে ভরে রাখবেন বলে হুমকি দেন তাঁর স্ত্রী৷
আরও পড়ুন: বউ যায় যাক, প্রাণটুকু থাক! মুসকানের কীর্তি দেখে আতঙ্ক, দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী
দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ মদ্যপ বাবলুর সঙ্গে তাঁর স্ত্রীর ফের অশান্তি শুরু হয়৷ বাবলুর অভিযোগ, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর মিটমাট করতে গেলে ইট দিয়ে তাঁকে মারেন তাঁর স্ত্রী৷ এর পরেই তাঁকে খুন করে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার হুমকি দেন তিনি৷
একটি ভাইরাল ভিডিও-তে বাবলুকে আরও অভিযোগ করতে শোনা গিয়েছে, তিনি থানায় পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে যান তাঁর স্ত্রী৷ এবং তাঁর অভিযোগে কেউ কর্ণপাত করেননি বলেও অভিযোগ বাবলুর৷ পুলিশ জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ দায়ের না করে ওই দম্পতির মধ্যে মিটমাট করে দেওয়া হয়েছে৷ বাবলুর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, নিজের উপার্জনের সব টাকা নেশা করতেই খরচ করে ফেলেন বাবলু৷ সংসারের জন্য কিছুই রাখেন না৷
Kolkata,West Bengal
March 28, 2025 11:11 AM IST
Indian Railway: এক সূত্রে গাঁথা পড়ছে বেলুড় মঠ – কামারপুকুর – জয়রামবাটি! এবার এক ট্রেনেই হাওড়া টু বিষ্ণুপুর