Last Updated:
গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷

মেরঠ: বিয়ে করে সন্তান হয়ে গিয়েছিল৷ তার পর পরকীয়ায় জড়িয়ে পড়া এবং শেষ পর্যন্ত নিজের স্বামীকে খুন৷ মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত মৃতের স্ত্রী মুসকান রাস্তোগির সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে৷ এবার জানা গেল, ছোট থেকেই সিনেমার অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত মুসকান৷ মৃত সৌরভ রাজপুতের ভাই এই দাবি করেছেন৷
তাঁর আরও দাবি, বিয়ের পরেও অভিনেত্রীর হওয়ার নেশায় বাড়ি থেকে পালিয়েছিল মুসকান৷ এর পরই স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সৌরভ৷ দাম্পত্য কলহ শুরু হয় দু জনের মধ্যে৷
আরও পড়ুন: ব্যাগের ভিতরে স্বামীর কাটা মাথা-হাতের তালু, দরদাম না করেই ১১০০ টাকা দিয়ে ড্রাম কিনেছিল মুসকান
২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের ২০২৩ সালে মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷
গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷ গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ তবে তদন্তের পর পুলিশ দাবি করেছে, কয়েকমাস আগেই স্বামীকে খুনের চক্রান্ত করে ফেলেছিল মুসকান৷ সেই মতো নিজের প্রেমিক সাহিলকেও রাজি করায় সে৷ সৌরভ ফিরতেই পরিকল্পনা বাস্তবায়িত করে দু জন মিলে৷ মুসকান এবং সাহিলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷
অন্যদিকে এই ঘটনা সামনে আ়সার পরই মুসকানের বাবা-মা নিজেদের মেয়ের ফাঁসির দাবি চেয়ে সরব হয়েছিলেন৷ যদিও কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে আবার দাবি করা হয়েছে, কবিতা রাস্তোগি নামে যে মহিলা নিজেকে মুসকানের মা বলে দাবি করেছিলেন, তিনি আসলে ওই তরুণীর সৎ মা৷
Kolkata,West Bengal
March 21, 2025 6:24 PM IST
High Court Judge Cash Recovery: খোদ বিচারপতির বাড়িতেই এত ‘ক্যাশ’ টাকা! কে এই যশবন্ত ভার্মা, যাকে নিয়ে এত শোরগোল? বদলির সিদ্ধান্ত কলেজিয়ামের