Last Updated:
মুসকান এবং সাহিল যেভাবে নেশার সামগ্রীর জন্য মরিয়া হয়ে উঠেছে, তাতে তাদের শারীরিক পরিস্থিতির দিকেও কড়া নজর রাখছে জেল কর্তপক্ষ৷ কথা বলা হচ্ছে চিকিৎসকদের সঙ্গেও৷

স্ত্রী মুসকান ও চাউ খাচ্ছে ,ণ্
মেরঠ: মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডে অভিযুক্ত মুসকান এবং তার প্রেমিক মাদকাসক্ত ছিল৷ সাহিলই সৌরভের স্ত্রী মুসকানকে ড্রাগের নেশা ধরিয়েছিল বলে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে৷ ড্রাগ সেবনে সৌরভ বাধা হয়ে দাঁড়াতে পারে, এমন আশঙ্কা থেকেই দু জন মিলে নৃশংস ভাবে খুনের সিদ্ধান্ত নিয়েছিল বলেও মনে করছেন তদন্তকারীরা৷
সৌরভকে খুনের আগে পরে ইচ্ছে মতো মাদক সেবন করতে পারলেও জেলে গিয়ে আর সে উপায় নেই৷ আর চাহিদা মতো মাদক না পেয়েই জেলের ভিতরে রীতিমতো ছুটফট করছে মুসকান এবং সাহিল৷ জেল সূত্রে খবর, দু জনের মধ্যেই উইথড্রল সিম্পটম দেখা দিয়েছে৷ নিয়মিত মদ, সিগারেট অথবা মাদক সেবনে অভ্যস্তরা আচমকা নেশার সামগ্রী না পেলে এই ধরনের অস্থিরতা দেখা দেয়৷
গ্রেফতারের পর মুসকান এবং সাহিলকে মেরঠের জেলা সংশোধনাগারে রাখা হয়েছে৷
এক জেল আধিকারিককে উদ্ধৃত করে দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন দাবি করা হয়েছে, জেল কর্তৃপক্ষের কাছে বার বার ইঞ্জেকশন চাইছে মুসকান৷ অন্য দিকে সাহিল আবার নেশার তাগিদ সহ্য করতে না পেরে জেল আধিকারিকদের কাছে গাঁজা চেয়ে বসেছে৷ জেলে যাওয়ার পর থেকে তাঁদের কাছাকাছি রাখা আব্দার করেছিল মুসকান ও সাহিল৷ যদিও সেই অনুরোধও খারিজ করে দিয়েছে জেল কর্তৃপক্ষ৷
তবে মুসকান এবং সাহিল যেভাবে নেশার সামগ্রীর জন্য মরিয়া হয়ে উঠেছে, তাতে তাদের শারীরিক পরিস্থিতির দিকেও কড়া নজর রাখছে জেল কর্তপক্ষ৷ কথা বলা হচ্ছে চিকিৎসকদের সঙ্গেও৷
এক জেল কর্তা বলেন, ‘মুসকানকে অন্যান্য মহিলা বন্দিদের সঙ্গে ১৮ নম্বর বারাকে রাখা হয়েছে৷ সাহিল রয়েছে ১২ নম্বর বারাকে৷ নেশা ছাড়ানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে দু জনকে৷ আশা করা হচ্ছে দিন দশেকের মধ্যে তারা নতুন পরিবেশে মানিয়ে নেবে৷’
এর আগে জানা গিয়েছিল, গ্রেফতার হওয়ার পর জেলে গিয়ে থম মেরে গিয়েছিল সৌরভ পত্নী মুসকান৷ প্রথম রাতে না ঘুমিয়েই কাটিয়েছিল সে৷ জেলের দেওয়া খাবারও প্রত্যাখ্যান করে৷ গত ৪ মার্চ প্রেমিক সাহিলের সঙ্গে মিলে নিজের স্বামী সৌরভকে নৃশংস ভাবে খুন করে মুসকান৷ খুনের পর সৌরভের শরীর কেটে টুকরো টুকরো করে দুই অভিযুক্ত৷ এর পর একটি ড্রামের মধ্যে সৌরভের টুকরো টুকরো দেহ ভরে রেখে সেটি সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়৷ গত ১৮ মার্চ এই নশংস হত্যাকাণ্ডের কথা জানাজানি হয়৷
Kolkata,West Bengal
March 23, 2025 2:27 AM IST
Extramarital Affair Crime: স্ত্রী-এর অবৈধ সম্পর্কের সন্দেহ! ৩ বছরের সন্তানকে গলা কেটে চরম শাস্তি দিল বাবা, জানুন সেই হাড়হিম করা ঘটনা…