Meerut Murder Update: শখ ছিল নায়িকা হওয়ার, বিয়ের পর বাড়ি থেকেও পালায় মুসকান! মেরঠের খুনে বউয়ের আরও কীর্তি ফাঁস

Meerut Murder Update: শখ ছিল নায়িকা হওয়ার, বিয়ের পর বাড়ি থেকেও পালায় মুসকান! মেরঠের খুনে বউয়ের আরও কীর্তি ফাঁস

Last Updated:

গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷

প্রেমিকের সাহায্যে নিজের স্বামী সৌরভ খুন করে খুন করে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখে মুসকান রাস্তোগি৷ Meerut Murder Update: শখ ছিল নায়িকা হওয়ার, বিয়ের পর বাড়ি থেকেও পালায় মুসকান! মেরঠের খুনে বউয়ের আরও কীর্তি ফাঁস
প্রেমিকের সাহায্যে নিজের স্বামী সৌরভ খুন করে খুন করে দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখে মুসকান রাস্তোগি৷

মেরঠ: বিয়ে করে সন্তান হয়ে গিয়েছিল৷ তার পর পরকীয়ায় জড়িয়ে পড়া এবং শেষ পর্যন্ত নিজের স্বামীকে খুন৷ মেরঠে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত মৃতের স্ত্রী মুসকান রাস্তোগির সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে৷ এবার জানা গেল, ছোট থেকেই সিনেমার অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখত মুসকান৷ মৃত সৌরভ রাজপুতের ভাই এই দাবি করেছেন৷

তাঁর আরও দাবি, বিয়ের পরেও অভিনেত্রীর হওয়ার নেশায় বাড়ি থেকে পালিয়েছিল মুসকান৷ এর পরই স্ত্রীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন সৌরভ৷ দাম্পত্য কলহ শুরু হয় দু জনের মধ্যে৷

আরও পড়ুন: ব্যাগের ভিতরে স্বামীর কাটা মাথা-হাতের তালু, দরদাম না করেই ১১০০ টাকা দিয়ে ড্রাম কিনেছিল মুসকান

২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের ২০২৩ সালে মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷

গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷ গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ তবে তদন্তের পর পুলিশ দাবি করেছে, কয়েকমাস আগেই স্বামীকে খুনের চক্রান্ত করে ফেলেছিল মুসকান৷ সেই মতো নিজের প্রেমিক সাহিলকেও রাজি করায় সে৷ সৌরভ ফিরতেই পরিকল্পনা বাস্তবায়িত করে দু জন মিলে৷ মুসকান এবং সাহিলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷

অন্যদিকে এই ঘটনা সামনে আ়সার পরই মুসকানের বাবা-মা নিজেদের মেয়ের ফাঁসির দাবি চেয়ে সরব হয়েছিলেন৷ যদিও কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে আবার দাবি করা হয়েছে, কবিতা রাস্তোগি নামে যে মহিলা নিজেকে মুসকানের মা বলে দাবি করেছিলেন, তিনি আসলে ওই তরুণীর সৎ মা৷

বাংলা খবর/ খবর/দেশ/

Meerut Murder Update: শখ ছিল নায়িকা হওয়ার, বিয়ের পর বাড়ি থেকেও পালায় মুসকান! মেরঠের খুনে বউয়ের আরও কীর্তি ফাঁস

Next Article

High Court Judge Cash Recovery: খোদ বিচারপতির বাড়িতেই এত ‘ক্যাশ’ টাকা! কে এই যশবন্ত ভার্মা, যাকে নিয়ে এত শোরগোল? বদলির সিদ্ধান্ত কলেজিয়ামের

Scroll to Top