Last Updated:
গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷

স্ত্রী মুসকান এবং মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি৷
মেরঠ: যত সময় যাচ্ছে মেরঠ কাণ্ডে মূল অভিযুক্ত মুসকান রাস্তোগির একের পর কীর্তি সামনে আসছে৷ এবার নিজের বাবাকে প্রতারিত করে স্বামী সৌরভের টাকা হাতিয়ে নেওয়ার অভিযেগ উঠল মুসকানের বিরুদ্ধে৷
বিদেশ থেকে ফেরার আগে নিজের শ্বশুরমশাইয়ের কাছে এক লক্ষ টাকা পাঠিয়েছিল মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত৷ বিদেশ থেকে ফিরে চল্লিশ হাজার টাকা শ্বশুরমশাইয়ের থেকে নিয়েও নিয়েছিল সে৷ কিন্তু স্বামীকে খুনের পর নিজের বাবাকে ভুল বুঝিয়ে বাকি টাকা থেকে আরও চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল মুসকান৷ বলা ভাল, নিজের বাবাকেও ঠকিয়েছিল সে৷
শ্বশুরমশাইকে কেন টাকা পাঠিয়েছিলেন সৌরভ?
মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি জানিয়েছন, লন্ডন থেকে ফেরার দু মাস আগে তাঁকে ফোন করেন সৌরভ৷ তখনই সৌরভ জানায়, ভারতে আসার আগে নিজের উপার্জিত টাকা পরিচিত কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে রাখতে চায় সে৷ কারণ সৌরভ জানায়, কিছুদিন আগে তাঁর এক পরিচিত মার্চেন নেভির আধিকারিক ভারতে ফিরেছিলেন৷ তখন বিমানবন্দরেই তাঁর সঙ্গে থাকা সব টাকা বাজেয়াপ্ত করা হয়৷ তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই নিজের টাকা ভারতে আসার আগে কারও অক্যাউন্টে পাঠিয়ে রাখতে চেয়েছিলেন সৌরভ৷ জামাইয়ের এ কথা শুনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সৌরভকে পাঠান তাঁর শ্বশুরমশাই৷
মুসকানের বাবা দাবি করেছেন, তাঁর অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হওয়ায় নিজের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সৌরভকে দেন তিনি৷ সেই অ্যাকাউন্টে সৌরভ ১ লক্ষ টাকা পাঠিয়েও দেয়৷ মেয়ের জন্মদিন উপলক্ষে ভারতে ফিরে এসে ৪০ টাকা শ্বশুরমশাইয়ের থেকে চেয়েও নেয় এস৷ বাকি ৬০ হাজার টাকা সৌরভের শ্যালকের অ্যাকাউন্টেই ছিল৷
কীভাবে সেই টাকাও হাতাল মুসকান?
স্বামীকে খুনের পর সেই সৌরভেরই মোবাইল থেকে তাঁর পরিবার এবং পরিচিতদের মেসেজ করত মুসকান৷ উদ্দেশ্য ছিল, সৌরভ জীবিত, এটা প্রমাণ করা৷ একই ভাবে নিজের বাবাকেও সৌরভ সেজে মেসেজ করে মুসকান৷ টাকা লাগবে বলে দাবি করে দু দফায় ২০ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় মুসকান৷ বাকি ২০ হাজার টাকা এখনও ওই অ্যাকাউন্টেই রয়েছে বলে জানিয়েছেন মুসকানের বাবা৷ আসলে সেই সময় সৌরভের আর এক খুনি সাহিলের সঙ্গে মানালিতে ছুটি কাটাচ্ছিল মুসকান৷ সৌরভের কষ্টার্জিত টাকা সেখানেই উড়িয়েছিল দুই অভিযুক্ত৷
সৌরভ রাজপুত হত্যাকাণ্ড
২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের ২০২৩ সালে মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷
গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷ গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ তবে তদন্তের পর পুলিশ দাবি করেছে, কয়েকমাস আগেই স্বামীকে খুনের চক্রান্ত করে ফেলেছিল মুসকান৷ সেই মতো নিজের প্রেমিক সাহিলকেও রাজি করায় সে৷ সৌরভ ফিরতেই পরিকল্পনা বাস্তবায়িত করে দু জন মিলে৷ মুসকান এবং সাহিলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷
Kolkata,West Bengal
March 24, 2025 2:35 AM IST
Bus Service: হাতে স্টিয়ারিং চোখ আটকে মোবাইলে চলা ক্রিকেট ম্যাচে! ভিডিও ভাইরাল হতেই চাকরি খোয়ালেন বাসচালক