Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও

Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের!  মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও

Last Updated:

সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পর এবার সামনে এসেছে একটি ভিডিও৷ যে ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি নিজেদের একমাত্র মেয়ের জন্মদিনে একসঙ্গে নাচছেন মুসকান এবং সৌরভ৷

সৌরভের সঙ্গে মুসকানের নাচের শেষ ভিডিও (ডান দিকে)৷ Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের!  মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও
সৌরভের সঙ্গে মুসকানের নাচের শেষ ভিডিও (ডান দিকে)৷

মেরঠ: গত ৪ মার্চ খুন হন মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত৷ নিজের প্রেমিকের সঙ্গে মিলে সৌরভের স্ত্রী মুসকানই স্বামীকে নৃশংস ভাবে খুন করে৷ খুনের পর সৌরভের দেহ ১৫ টুকরো করে দু জনে৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডের বিবরণ শুনে শিউড়ে উঠেছে গোটা দেশ৷

গত ২৪ ফেব্রুয়ারি লন্ডন থেকে বাড়িতে ফেরেন সৌরভ৷ উদ্দেশ্য ছিল ছ বছরের মেয়ের জন্মদিন উদযাপন করা৷ স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত জেনেও শুধুমাত্র মেয়ের আনন্দের কথা ভেবেই ফিরে এসেছিলেন সৌরভ৷ তখনও তিনি জানতেন না, তাঁকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার ছক কষে রেখেছে তাঁর স্ত্রী মুসকান৷

আরও পড়ুন: ব্যাগের ভিতরে স্বামীর কাটা মাথা-হাতের তালু, দরদাম না করেই ১১০০ টাকা দিয়ে ড্রাম কিনেছিল মুসকান

সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পর এবার সামনে এসেছে একটি ভিডিও৷ যে ভিডিও-তে দেখা যাচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি নিজেদের একমাত্র মেয়ের জন্মদিনে একসঙ্গে নাচছেন মুসকান এবং সৌরভ৷ বাবা- মায়ের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে তাদের ছ বছরের মেয়েকেও৷ দাবি করা হচ্ছে, এটিই সৌরভ রাজপুতের শেষ ভিডিও৷

এই ভিডিওয় নিজের স্বামীর সঙ্গে মুসকানের উদ্দাম নাচ দেখে কে বলবে, এর কয়েকদিনের মধ্যেই নিজে হাতে সৌরভকে খুন করবে তাঁর স্ত্রী!সৌরভ নিজেও হয়তো দুঃস্বপ্নে এমন কল্পনা করতে পারেননি৷ এই ভিডিও দেখে অনেকেই বলছেন, সৌরভের আস্থা অর্জনেই মেয়ের জন্মদিনে এমন অভিনয় করেছিল মুসকান৷ ঘটনাচক্রে সে ছোট থেকেই অভিনেত্রী হতে চাইত৷

মুসকান এবং তার প্রেমিক সাহিল পুলিশের কাছে স্বীকার করেছে, গত ৪ মার্চ প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে খাওয়ায় তাঁর স্ত্রী৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ এর পর বাজার থেকে আরও একটি মাংস কাটার ছুরি, বড় ড্রাম কিনে নিয়ে আসে তারা৷ সৌরভের দেহ অন্তত ১৫ টুকরো করে কেটে ওই ড্রামে ভরে সেটির মুখ সিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়৷ এর পর নিজের প্রেমিককে নিয়ে মানালি ঘুরতে চলে যায় মুসকান৷ শেষ পর্যন্ত গত ১৮ মার্চ এই হত্যাকাণ্ডের কথা জানাজানি হয়৷ এর পরই মুসকান এবং তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/

Meerut Murder Case Chilling Video: মেয়ের জন্মদিন, স্বামীকে খুনের আগে তাঁর সঙ্গেই উদ্দাম নাচ মুসকানের! মেরঠ কাণ্ডে প্রকাশ্যে সৌরভের শেষ ভিডিও

Next Article

12 Year Old Girl Crime: ১২ বছরের মেয়ের ভয়ংকর কাণ্ড! ৪ বছরের শিশুকে গলা টিপে হত্যা, পাথরে মাথা থেঁতলে গর্তে পুঁতে দিল শরীর…

Scroll to Top