Meerut Merchant Navy Murder Update: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে

Meerut Merchant Navy Murder Update: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে

Last Updated:

কিছুদিনের মধ্যেই স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন সৌরভ৷ একটা সময়ের পর স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও করেন তিনি৷ স্ত্রী

মেরঠ কাণ্ডে ধৃত সাহিল ও মুসকান৷ Meerut Merchant Navy Murder Update: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে
মেরঠ কাণ্ডে ধৃত সাহিল ও মুসকান৷

মেরঠ: স্কুল জীবনের বন্ধু৷ কিন্তু মাঝে বহু বছর দু জনের কোনও যোগাযোগ ছিল না৷ এরই মধ্যে মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতের সঙ্গে প্রেম করে বিয়েও করে ফেলেছিল মুসকান রাস্তোগি৷ কিন্তু এই বিয়ের কয়েক বছর পরই মুসকানের জীবনে ফিরে আসে ছোটবেলার বন্ধু সাহিল৷ কয়েকদিনের মধ্যেই সাহিলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে মুসকান৷ জড়িয়ে পড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে৷

মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ৷ যে সৌরভ মুসকানকে বিয়ে করার জন্য নিজের বাড়ি ছেড়েছিলেন, প্রেমিক সাহিলের সঙ্গে মিলে তাঁকেই নৃশংস ভাবে খুন করে সৌরভের স্ত্রী মুসকান৷ শুধু খুন নয়, স্বামীর দেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রেখে প্রেমিকের সঙ্গে সিমলা, মানালি ঘুরতেও চলে যায় সে৷ কিন্তু মুসকানের জীবনে কীভাবে ফিরে এসেছিল স্কুল জীবনের বন্ধু সাহিল?

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ২০১৬ সালে মুসকানের সঙ্গে সৌরভের বিয়ে হয়৷ ২০১৯ সালে তাঁদের একটি কন্যাসন্তান হয়৷ ২০১৯ সালেই স্কুলের বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাহিলের সঙ্গে ফের যোগাযোগ হয় মুসকানের৷ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগেই মেরঠ শহরের একটি শপিং মলে স্কুলের বন্ধুদের পুনর্মিলনের একটি অনুষ্ঠান হয়৷ সেখানেই বহু বছর পর সাহিলের সঙ্গে ফের মুখোমুখি সাক্ষাৎ হয় মুসকানের৷ আবারও শুরু হয় বন্ধুত্ব৷ কয়েকদিনের মধ্যে যে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়৷

আরও পড়ুন: নিশুতি রাতে বেজে উঠছে কলিং বেল, মুহূর্তে উধাও রহস্যময়ী! গ্বালিয়রের রাস্তায় ওটা কে, দেখুন ভয় ধরানো ভিডিও

কিছুদিনের মধ্যেই স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেন সৌরভ৷ একটা সময়ের পর স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্স মামলাও করেন তিনি৷ স্ত্রীর এই বিশ্বাসঘাতকতায় কিছুটা হতাশ হয়েই ফের একবার মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বিদেশে চলে যান সৌরভ৷ আর এই সুযোগেই আরও ঘনিষ্ঠ হয়ে পড়ে সাহিল এবং মুসকান৷ এরই মধ্যে মুসকানকে ড্রাগসের নেশাও ধরিয়ে ফেলে সাহিল৷ ফলে মুসকানের কাছে সৌরভ পথের কাঁটা হয়ে ওঠে৷

মেয়ের জন্মদিন পালন করতে গত ফেব্রুয়ারি মাসে লন্ডন থেকে ফেরেন সৌরভ৷ তখনই তাঁকে খুনের ছক কষে ফেলে মুসকান এবং সাহিল৷ ৩ তারিখ রাতে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সৌরভকে আচ্ছন্ন করে ফেলে মুসকান৷ এর পরই নিজেদের ভাড়া বাড়িতে সাহিলকে ডেকে নেয় সে৷ এর পর অসহায় সৌরভের উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দু জনে৷ সৌরভের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে কোপাতে থাকে দুই অভিযুক্ত৷ খুনের পর মুসকান এবং সাহিল মিলে সৌরভের দেহ টুকরো টুকরো করে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Meerut Merchant Navy Murder Update: স্কুলের বন্ধু, মুসকানের জীবনে কীভাবে ফিরে আসে সাহিল? মেরঠের কাণ্ডের সূত্রপাত ছ বছর আগে

Next Article

Student Pressure in Coaching Centers: কোটায় আরও একটি আত্মহত্যা, NEET-এর প্রস্তুতি নেওয়া বিহারের ছাত্রের মৃত্যু…

Scroll to Top