Last Updated:
এই ঘটনায় হাসপাতালে আরএমও, এমএসভিপি-র সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক মিলিয়ে একসঙ্গে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য সরকার৷
মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অস্ত্রোপচার করতে গিয়ে এক প্রসূতি এবং সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় সরাসরি হাসপাতালের সিনিয়র চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলল রাজ্য সরকার৷ এই ঘটনায় হাসপাতালে আরএমও, এমএসভিপি-র সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক মিলিয়ে একসঙ্গে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করল রাজ্য সরকার৷ এ দিন সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনাকে শিউড়ে ওঠার মতো উল্লেখ করে মুখ্যমন্ত্রীও বলেন, সিনিয়র চিকিৎসকরা নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করলে প্রসূতি এবং সদ্যোজাতদের এই পরিণতি হত না৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাসপেন্ড হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও সৌমেন দাস৷ এ ছাড়াও দিলীপকুমার পাল নামে আরও এক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে থাকা চিকিৎসককেও সাসপেন্ড করা হয়েছে৷ অভিযোগ, ঘটনার দিন ওই চিকিৎসকেরই মেদিনীপুর মেডিক্যাল কলেজ প্রসূতিদের অস্ত্রোপচার করা কথা ছিল৷ কিন্তু হাসপাতালে ডিউটি থাকলেও সেই সময় তিনি মেদিনীপুর শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ডেবরার বালিচকে একটি নার্সিং হোমে গিয়ে অন্য অস্ত্রোপচার করেছিলেন৷
এর পাশাপাশি হাসপাতালের এমএসভিপি জয়ন্তকুমার রাউথ, হিমাদ্রি নায়েক এবং মহম্মদ আলাউদ্দিন নামে আরও দুই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়কেও সাসপেন্ড করা হচ্ছে৷ পাশাপাশি মৌমিতা মণ্ডল, ভাগ্যশ্রী কুণ্ডু, সুশান্ত মণ্ডল, পূজা সাহা, মণীশ কুমার এবং জাগৃতি ঘোষ নামে ছ জন পিজিটি পড়ুয়াকেও সাসপেন্ড করা হচ্ছে৷
মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব দু জনেই জানিয়েছেন, এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতরের তৈরি করে দেওয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দল এবং সিআইডি তদন্ত রিপোর্ট মিলে গিয়েছে৷ দুটি রিপোর্টেই হাসপাতালের সিনিয়র চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কথাই উঠে এসেছে৷
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিষ স্যালাইন দেওয়ার ফলে চার জন প্রসূতি এবং তাঁদর সদ্যোজাত সন্তান অসুস্থ হয়ে পড়েন৷ তাঁদের মধ্যে আগেই এক প্রসূতির মৃত্যু হয়৷ আজ সকালে মৃত্যু হয়েছে অন্য এক প্রসূতির সদ্যোজাত সন্তানেরও৷ বাকি তিন প্রসূতিকে চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ তাঁদের মধ্যে দু জন অনেকটাই সুস্থ হয়ে উঠলেও একজন প্রসূতি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
Kolkata,West Bengal
January 16, 2025 2:36 PM IST
‘প্রোমোটারের পাকামি আর হরিয়ানার কোম্পানি…’, দায় ঝেড়েও বাঘাযতীনের ভেঙে পড়ার ফ্ল্যাটের বাসিন্দাদের পাশে মেয়র