Last Updated:
Medicine: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণে ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধ চুরির অভিযোগ।

কলকাতা: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে বিপুল পরিমাণে ইনসুলিন এবং ডায়াবেটিসের ওষুধ চুরির অভিযোগ। কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে চুরি যাওয়া ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে রাজ্যে জারি করা হল সর্তকতা।
সূত্রের খবর অনুযায়ী, নোভো নরডিস্কের তৈরি এই ইনজেকশন ও ওষুধ তাদের মহারাষ্ট্রের ভিয়ান্ডির কারখানা থেকে নাগপুর, রায়পুর, কটক এবং কলকাতায় আসার কথা ছিল। তার আগেই এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ইনজেকশন ও ওষুধ চুরি হয়। কোম্পানির পক্ষ থেকে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়।
এই ইনজেকশন এবং ওষুধ 2° থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখার নিয়ম। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ধারণা এগুলো জাল করে বা সঠিক তাপমাত্রায় না রেখে বাজারে বিক্রি করা হবে। চিকিৎসক রোগী সমস্ত ওষুধ বিক্রেতাদের কাছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আবেদন খতিয়ে দেখে যেন এই ওষুধ এবং ইনজেকশন ব্যবহার করা হয়। প্রত্যেক রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাছে বিশেষ ভাবে আবেদন যেন করা নজরদারি রাখা হয় যেন কোনওভাবেই এই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ইনজেকশন বা ওষুধ ব্যবহার না করা হয়।
Kolkata,West Bengal
August 21, 2025 11:33 PM IST