Last Updated:
এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার কোমারম ভীম আসিফাবাদ জেলায়৷ ওই যুবকের নাম সূর্যদেব৷ তিনি গুমনুর গ্রামের বাসিন্দা৷

হায়দ্রাবাদ: একই সঙ্গে দুই মহিলার প্রেমে পড়েছিলেন৷ তাই একসঙ্গে দুই প্রেমিকাকেই বিয়ে করলেন তেলঙ্গানার এক যুবক৷ দুই প্রেমিকার নাম ছবি দিয়ে বিয়ের কার্ডও ছাপিয়েছেন ওই যুবক৷
এই ঘটনা ঘটেছে তেলঙ্গানার কোমারম ভীম আসিফাবাদ জেলায়৷ ওই যুবকের নাম সূর্যদেব৷ তিনি গুমনুর গ্রামের বাসিন্দা৷ ওই যুবক জানিয়েছেন, লাল দেবী এবং ঝালকরি দেবী নামে একসঙ্গে দু জনের প্রেমে পড়েছিলেন তিনি৷ দুই প্রেমিকাকেই একসঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি৷
আরও পড়ুন: নিজেই কেন্দ্রেই পুলিশের হাতে মার খেলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি? সমবায় ভোটকে ঘিরে রামনগরে তুলকালাম
দুই প্রেমিকার কথা জানাজানি হলে সাধারণত যে কোনও পাত্রের বিয়েই ভেস্তে যাওয়ার কথা৷ ফলে একজন যুবক দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে৷ সেই ভিডিওতেই দেখা গিয়েছে, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হচ্ছে৷ সেখানে সূর্যদেব নামে ওই যুবকের হাত ধরে তাঁর দুই নববিবাহিতা স্ত্রীর ছবিও দেখা গিয়েছে৷ পরিবার, আত্মীয়স্বজন এবং গ্রামবাসীদের সামনেই বিয়ের অনুষ্ঠান হয়৷
তবে দুই তরুণীর সঙ্গে ওই যুবকের বিয়ে এবং সংসার করা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন গ্রামের প্রবীণরা৷ তবে শেষ পর্যন্ত তাঁরাও এই বিয়েতে আপত্তি জানাননি৷ বিয়ের অনুষ্ঠানেও অংশ নেন তাঁরা৷
Kolkata,West Bengal
March 29, 2025 4:51 PM IST
Drug Cultivation in University: বিশ্ববিদ্যালয়ে ফুলের বাগানেই রমরমিয়ে চলছিলেন মাদকের চাষ! ৪০০টি আফিম গাছ উদ্ধার পুলিশের, গ্রেফতার মালি…