Margashirsha Purnima 2024 Positive Effects: এটাই হবে বছরের শেষ পূর্ণিমা৷ তারপরই শুরু হবে পৌষ মাস৷ এই দিনে শ্রী হরির আরাধনা করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু ও ভোলেনাথের পূজা করলে বহুগুণ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।
![আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না](https://inews.zoombangla.com/wp-content/uploads/2024/12/gas-7-1152x605.jpg)