Man swallows live chick: যুবকের গলায় আটকে জ্ব্যান্ত মুরগির ছানা! ময়নাতদন্ত করতে গিয়ে শিউড়ে উঠলেন চিকিৎসক, চাঞ্চল্য ছত্তীসগড়ে

Man swallows live chick: যুবকের গলায় আটকে জ্ব্যান্ত মুরগির ছানা! ময়নাতদন্ত করতে গিয়ে শিউড়ে উঠলেন চিকিৎসক, চাঞ্চল্য ছত্তীসগড়ে

Man swallows live chick: যুবকের গলায় আটকে জ্ব্যান্ত মুরগির ছানা! ময়নাতদন্ত করতে গিয়ে শিউড়ে উঠলেন চিকিৎসক, চাঞ্চল্য ছত্তীসগড়ে

Last Updated:

শ্বাসরোধ হয়ে আনন্দের মৃত্যু হলেও আশ্চর্যজনক ভাবে বেঁচে ছিল ওই মুরগির ছানাটি৷

প্রতীকী চিত্র৷

রায়পুর: স্নান করে বাড়িতে ফিরেছিলেন যুবক৷ আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তিনি৷ ছটফট করতে করতেই নিস্তেজ হয়ে পড়েন বাড়িতে৷ পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি ওই যুবককে৷ সুস্থ একজন যুবকের এমন পরিণতিতে বিস্মিত হয়ে যান চিকিৎসকরাও৷ মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়৷ আর তা করতে গিয়েই আঁতকে ওঠেন ময়নাতদন্তকারী চিকিৎসক৷ কারণ ব্যবচ্ছেদের সময় মৃত যুবকের গলার ভিতর থেকে উদ্ধার হয় একটি জীবিত মুরগির ছানা!

শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে ছত্তীসগড়ের অম্বিকাপুর জেলার ছিন্দকালো গ্রামে৷ ৩৫ বছরের ওই মৃত যুবকের নাম আনন্দ যাদব৷ চিকিৎসকরা জানিয়েছেন, যে কোনও কারণেই হোক ওই জ্ব্যান্ত মুরগির ছানাটিকে গিলে খাওয়ার চেষ্টা করেছিলেন আনন্দ৷ তা করতে গিয়েই মুরগির ছানাটি তাঁর গলায় আটকে যায়৷ শ্বাসরোধ হয়ে আনন্দের মৃত্যু হলেও আশ্চর্যজনক ভাবে বেঁচে ছিল ওই মুরগির ছানাটি৷

আরও পড়ুন: বৃদ্ধকে এক ঘণ্টা অকারণ হয়রানি, সরকারি কর্মীদের উচিত শিক্ষা দিলেন আধিকারিক!

চিকিৎসকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মুরগির ছানাটি প্রায় ২০ সেন্টিমিটার লম্বা৷ ময়নাতদন্তকারী চিকিৎসক সন্তু বাগ ইন্ডিয়া টুডে-কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘আমার কর্মজীবনে কোনওদিন এমন অভিজ্ঞতা হয়নি৷ ওই চিকিৎসক জানান, মুরগির ছানাটি মৃত যুবকের শরীরের শ্বাসনালি এবং খাদ্যনালির মুখ আটকে দিয়েছিল৷ ফলে শ্বাসরোধ হয়েই আনন্দের মৃত্যু হয়৷’

গ্রামবাসীদের ধারণা, কোনও তান্ত্রিকের পরামর্শেই ওই জ্ব্যান্ত মুরগির ছানাটিকে গিলে খাওয়ার চেষ্টা করেন আনন্দ৷ গ্রামবাসীরা জানিয়েছেন, আনন্দ বিবাহিত ছিলেন৷ কিন্তু সন্তান প্রজননে সক্ষম ছিলেন না তিনি৷ তাই বাবা হওয়ার ইচ্ছেপূরণ করতেই সম্ভবত তান্ত্রিকের পরামর্শে জ্ব্যান্ত মুরগির ছানা খাওয়ার চেষ্টা করেন আনন্দ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ কোনও তান্ত্রিক সত্যিই এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Man swallows live chick: যুবকের গলায় আটকে জ্ব্যান্ত মুরগির ছানা! ময়নাতদন্ত করতে গিয়ে শিউড়ে উঠলেন চিকিৎসক, চাঞ্চল্য ছত্তীসগড়ে

Scroll to Top