Mamata Banerjee Replies to Narendra Modi: ‘বাংলায় পরিবর্তন করতে গিয়ে দিল্লিতেই পরিবর্তন হবে না তো?’ মোদি জবাব দিলেন মমতা

Mamata Banerjee Replies to Narendra Modi: ‘বাংলায় পরিবর্তন করতে গিয়ে দিল্লিতেই পরিবর্তন হবে না তো?’ মোদি জবাব দিলেন মমতা

Last Updated:

বাংলা ভাষার উপরে আক্রমণের অভিযোগ তুলেও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা৷

মোদিকে জবাব মমতার৷ Mamata Banerjee Replies to Narendra Modi: ‘বাংলায় পরিবর্তন করতে গিয়ে দিল্লিতেই পরিবর্তন হবে না তো?’ মোদি জবাব দিলেন মমতা
মোদিকে জবাব মমতার৷

গত ১৮ তারিখ দুর্গাপুরে সভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই আসল পরিবর্তন হবে৷ বাংলায় পরিবর্তনহলেই উন্নয়নের জোয়ার আসবে বলেও দাবি করেছিলেন প্রধানমন্ত্রী৷ দুর্নীতি থেকে শুরু করে শিল্পের অভাব, বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মোদি৷

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নাম না করেই প্রধানমন্ত্রীকে জবাব দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাল্টা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী৷

তৃণমূলনেত্রী বলেন, ‘বলছে বাংলায় পরিবর্তন হলেই নাকি আসল উন্নয়ন হবে৷ দু কোটি চাকরি দেবেন বলেছিলেন, ১৫ লক্ষ টাকা করে দেবেন বলেছিলেন, কালো টাকা ফেরাবেন বলেছিলেন, তার কী হল? উল্টে একশো দিনের কাজ, বাংলার বাড়ি, গ্রামের রাস্তার কাজ বন্ধ করে দিলেন৷ মানুষকে জেলে ভরে দিচ্ছেন৷’

বাংলা ভাষার উপরে আক্রমণের অভিযোগ তুলেও প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মমতা৷ তিনি বলেন, ‘বাংলা ভাষা নিয়ে আপনার কী সমস্যা? বাংলা ভাষায় কথা বললে মনে হয় আপনি ভয় পাচ্ছেন৷’

এর পাশাপাশি পরিবর্তন নিয়ে পাল্টা বিজেপিকেই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৬ এর পর আমি দেখবো তোমরা কোথায় থাকো? বাংলায় পরিবর্তন করতে গিয়ে আবার দিল্লিতেই পরিবর্তন হয়ে যাবে না তো? আজকে তারই ভিত গড়া হল৷ এবার দিল্লিতে হবে পরিবর্তন৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee Replies to Narendra Modi: ‘বাংলায় পরিবর্তন করতে গিয়ে দিল্লিতেই পরিবর্তন হবে না তো?’ মোদি জবাব দিলেন মমতা

Scroll to Top