Last Updated:
সমশেরগঞ্জে অশান্তিতে একই পরিবারের বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছিল৷ আহত হন বেশ কয়েকজন৷ সেই ঘটনার তদন্তে সিট গঠন করেছিল রাজ্য পুলিশ৷

সমশেরগঞ্জ: ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সমশেরগঞ্জ, ধুলিয়ানের মতো বিভিন্ন এলাকা৷ আগামী ৫ মে, সোমবার মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অশান্তি কবলিত সমশেরগঞ্জেও যাওয়ার কথা তাঁর৷
মুখ্যমন্ত্রীর এই সফরের ঠিক আগে সমশেরগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল রাজ্য পুলিশ৷ সাসপেন্ড করা হল সমশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে৷ এর পাশাপাশি সমশেরগঞ্জ থানার মেজো বাবু জালালউদ্দিন আহমেদকেও সাসপেন্ড করা হয়েছে৷ এ রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে ই মেল মারফত জঙ্গিপুর জেলা পুলিশকে সমশেরগঞ্জ থানার দুই অফিসারের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা বলা হয়েছে৷
এ বিষয়ে জেলা পুলিশের কেউ মুখ না খুললেও সমশেরগঞ্জে অশান্তি সামলাতে ব্যর্থ হওয়ার কারণেই দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর৷ সমশেরগঞ্জে অশান্তিতে একই পরিবারের বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছিল৷ আহত হন বেশ কয়েকজন৷ সেই ঘটনার তদন্তে সিট গঠন করেছিল রাজ্য পুলিশ৷
সমশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে বের করে নিয়ে কুপিয়ে হত্যা করেছিল দুষ্কৃতীরা৷ সেই ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল৷ বেশ কয়েকদিন অশান্তি চলার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মুর্শিদাবাদের অশান্তি নিয়ন্ত্রণে আসে৷ জাফরাবাদে বাবা-ছেলের হত্যাকাণ্ডের ঘটনায় মূল চক্রী সহ একাধিক অভিযুক্তকে ভিন রাজ্যে হানা দিয়ে গ্রেফতার করে পুলিশ৷
Kolkata,West Bengal
Mamata Banerjee Murshidabad Visit: মমতার মুর্শিদাবাদ সফরের দু দিন আগেই বড় পদক্ষেপ! সাসপেন্ড সমশেরগঞ্জ থানার বড়বাবু সহ দুই অফিসার
Madhyamik Result 2025: পরপর তিনবছর শূন্য! মাধ্যমিকের মেধা তালিকায় নেই ১ জনও পড়ুয়া? কেন এই দশা মুর্শিদাবাদের?