Last Updated:
Mamata Banerjee- মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে।

বর্ধমান : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে। বেলা দুটোয় এই সভা শুরু হওয়ার কথা। সভায় দুই জেলার জেলাশাসক, জেলা পুলিশের পদস্থ আধিকারিক, বিধায়করা উপস্থিত থাকবেন। এছাড়া দুই জেলার জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকরা। এই সভা থেকে কোন কোন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী?
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম বর্ধমানে দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতু। এই সেতু কৃষক সেতুর বিকল্প হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধমানের সদরঘাটে বর্ধমান আরামবাগ রোডে দামোদরের ওপর কৃষক সেতু বয়সের ভারে জীর্ণ। বছরের বেশিরভাগ সময় ধরে তার রক্ষণাবেক্ষণ করতে হয়। তাছাড়া এই সেতুর ওপর যান বাহনের চাপ দিন দিন বাড়ছে। সেজন্যই কৃষক সেতুর পাশে গড়ে উঠবে শিল্প সেতু। সেই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
এছাড়া মুখ্যমন্ত্রী মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত ভবনের শিলান্যাস করবেন। কাটোয়া ও মঙ্গলকোটের কয়েকটি রাস্তা নির্মাণ কাজেরও মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এছাড়া মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সবুজ সাথীর সাইকেল, কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা, ভূমিহীনদের পাট্টা দান সহ বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করবেন। এর পর সভামঞ্চ থেকে বক্তব্য রাখবেন তিনি। সেখান থেকে নতুন কোনও প্রকল্পের কথা জানান কিনা দেখার! মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ঘুরে দেখতে পারেন। সেজন্য জামালপুর, মেমারি, বড়শুলের শিবিরগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 25, 2025 11:13 PM IST
Mamata Banerjee : মঙ্গলবার বর্ধমানে মুখ্যমন্ত্রী! দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস, হাসপাতাল নিয়ে দীর্ঘদিনের সমস্যা মিটবে