Last Updated:
দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম দশে বিজেপি-রই তিন জন মুখ্যমন্ত্রী রয়েছেন৷ কংগ্রেসের রয়েছেন দু জন৷

কলকাতা: পর পর তিন বার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী৷ তার আগে দীর্ঘদিন ধরে সাংসদ,কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ তাঁর অতি সাধারণ জীবনযাপন অনেকের কাছেই এখনও বিস্ময়ের কারণ৷ এবার অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেকিট রিফর্মস (এডিআর)-এর রিপোর্টেও উঠে এল, দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকা৷
২০২৪ সালে ডিসেম্বর মাসে এডিআর-এর প্রকাশিত রিপোর্টেই এই তথ্য জানানো হয়েছে৷ ওই রিপোর্ট অনুযায়ী, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা৷ ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু (৩৩২ কোটি টাকা) এবং কর্ণাটকের সিদ্দারামাইয়া (৫১ কোটি টাকা)৷
দেশের ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় প্রথম দশে বিজেপি-রই তিন জন মুখ্যমন্ত্রী রয়েছেন৷ কংগ্রেসের রয়েছেন দু জন৷ এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ ছাড়া বাকি সবাই কোটিপতি৷
দরিদ্রতম মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতার পরেই রয়েছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ টাকা৷ তার পরে রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ তাঁর সম্পত্তির পরিমাণ ১.১৮ লক্ষ টাকা৷
দেশের জনপ্রিয় অন্যান্য মুখ্যমন্ত্রীদের মধ্যে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সম্পত্তির পরিমাণ ১.৫৪ লক্ষ টাকার৷ বিহারের নীতীশ কুমারের সম্পত্তির পরিমাণ ১.৬৪ লক্ষ টাকা৷ অসমের হিমন্ত বিশ্বশর্মার রয়েছে ১৭ কোটির সম্পত্তি৷ অন্যদিকে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ২৫ কোটি টাকার সম্পত্তির মালিক৷
প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়া মধ্যপ্রদেশের মোহন যাদবের কাছে রয়েছে ৪২ কোটি টাকার সম্পত্তি৷ তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেসের রেভন্ত রেড্ডি ৩০ কোটি টাকার সম্পত্তির মালিক৷
Kolkata,West Bengal
July 01, 2025 5:07 PM IST