Mamata Banerjee: একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক

Mamata Banerjee: একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক

Mamata Banerjee: একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক

Last Updated:

Mamata Banerjee: বছরের শেষ মন্ত্রীসভার বৈঠকে নতুন বছেরে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বছরের শুরুতেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ‍্যমন্ত্রী। বৈঠকে জানুয়ারি মাসে নিজের কর্মসূচির কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন।

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়

কলকাতাঃ বছরের শেষ মন্ত্রীসভার বৈঠকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বছরের শুরুতেই গঙ্গাসাগর যাচ্ছেন মুখ‍্যমন্ত্রী। বৈঠকে জানুয়ারি মাসে নিজের কর্মসূচির কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি বলেন, ‘গঙ্গাসাগর থেকে আমি ৭ তারিখ করে চলে আসবো। তবে, তার আগেই ‘হ‍্যাপি নিউ ইয়ার’ জানাচ্ছি।’

আরও পড়ুনঃ না বেশি না কম, ঠিক ২টো! রোজ রাতে এটা খেলেই টগবগিয়ে ফুটবে যৌবন সঙ্গে হুড়মুড়িয়ে কমবে ওজন! নিজেই নিজেকে দেখে অবাক হবেন

তিনি আরও বলেন, ‘বেঙ্গল বিসনেস সামিট হবে ৫-৬ ফেব্রয়ারি তারিখে। এর মধ্যে মা কালী এর স্কাইওয়াক হয়ে গেলে আমরা উদ্বোধন করে দেব। জানুয়ারি মাসের ২৮ তারিখ বই মেলা আছে। আপনাদের তো আগেই জানিয়েছি দীঘায় জগন্নাথ মন্দির এর উদ্বোধনের দিন। এছাড়া জেলা জেলায় মেলা হচ্ছে। জানুয়ারি মাসে নানান রকম মেলা হয়। মিষ্টি হাব ৭, ৮, ৯ দীঘায় একটা মেলা করছে। আমি ওখানে মানস ভুঁইয়া, অখিল গিরি কে যেতে বলেছি।’

আরও পড়ুনঃ চিনির বদলে, দুধে নুন দিচ্ছেন? দুধ আর লবণ যোগে যা ঘটে…! জেনে-বুঝে খাচ্ছেন তো? নাহলেই…

২৫ ডিসেম্বর শহরের কলকাতার অন‍্যতম দর্শনীয় স্থান আলিপুর চিড়িয়াখানায় ভীড় ছিল চোখে পড়ার মতো। সেই বিষয়ে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘ আলিপুর চিড়িয়াখানা তে আমাদের সরকার আসার পর ১২ টা ঢোকা ও বেরোনোর গেট করে দিয়েছি। কাল ১ লক্ষ ভিড় হয়েছিল। আজ ও ভিড় হয়েছে দেখলাম। আলিপুর চিড়িয়াখানা এর বিপরীতে একটা জায়গা আছে। একুয়ারিয়াম ছিল। ঐখানের আমরা একটা বিরাট বিগবাজার করতে যাচ্ছি। ইন প্রিন্সিপাল আমরা রাজি হয়েছি। কিন্তু একুয়ারিয়াম টা থাকবে। পশু হাসপাতালটা চিড়িয়াখানা এর ভিতরে থাকবে।’

বাংলা খবর/ খবর/কলকাতা/

Mamata Banerjee: একসঙ্গে তিন বড় ঘোষণা মমতার, জানিয়ে দিলেন নতুন বছরে নিজের প্ল্যানও! বিরাট চমক

Scroll to Top