Malda News: মালদহর এই পোস্ট অফিসে ‘জুতো সেলাই’ থেকে ‘চণ্ডীপাঠ’,সবই সামলান মহিলারা

Malda News: মালদহর এই পোস্ট অফিসে ‘জুতো সেলাই’ থেকে ‘চণ্ডীপাঠ’,সবই সামলান মহিলারা

Last Updated:

Malda News: পোস্টাল অ্যাকাউন্ট, চিঠি বুকিং, স্পিড পোস্ট, পার্সেল বুকিং-সহ বিভিন্ন ধরনের কাজ হয় মহিলা পরিচালিত এই পোস্ট অফিসে

+

Malda News: মালদহর এই পোস্ট অফিসে ‘জুতো সেলাই’ থেকে ‘চণ্ডীপাঠ’,সবই সামলান মহিলারা

মালদহ শহরের রথবাড়ি এলাকায় রয়েছে মহিলা পরিচালিত পোস্ট অফিস

মালদহ: মালদহে গোটা একটি পোস্ট অফিস পরিচালিত হয় শুধুমাত্র মহিলাদের দ্বারা। সব কাজই করেন মহিলারা। মহিলা পরিচালিত এই পোস্ট অফিসটি রয়েছে মালদহ শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত রথবাড়ি মোড় এলাকায়। এই পোস্ট অফিসের সমস্তরকম কাজকর্ম সামলান দায়িত্বে থাকা মোট তিনজন মহিলা। প্রায় আট বছর ধরে এই পোস্ট অফিসে পোস্টমাস্টার, মেল ক্যারিয়ার, জিডিএস প্যাকার পদের দায়িত্বভার সামলান মহিলারা। পোস্টাল অ্যাকাউন্ট, চিঠি বুকিং, স্পিড পোস্ট, পার্সেল বুকিং-সহ বিভিন্ন ধরনের কাজ হয় মহিলা পরিচালিত এই পোস্ট অফিসে।

মালদহ বিভাগের পোস্ট অফিস সুপারিন্টেন্ডেন্ট উৎপল কুমার রায় জানান, “মহিলা পরিচালিত এই পোস্ট অফিস নারী শক্তির অন্যতম উদাহরণ। আগে এই পোস্ট অফিসটি সাধারণ পোস্ট অফিসের মতো ছিল। কেন্দ্র সরকারের প্রকল্প অনুযায়ী সারা দেশের প্রতিটি জেলায় একটি করে মহিলা পরিচালিত পোস্ট অফিস করার পরিকল্পনা নেওয়া হয়। সেই মতো ২০১৮ সালে এই পোস্ট অফিসকে মহিলা পরিচালিত পোস্ট অফিস হিসেবে গঠন করা হয় যেখানে বর্তমানে শুধুমাত্র মহিলারা অফিসের সমস্তরকম দায়িত্ব সামলান। মূলত সাধারণ পোস্ট অফিসের মতোই পরিষেবা রয়েছে এই পোস্ট অফিসে।

জিএম মোমিন

Scroll to Top