Malda: মাদক-সহ গ্রেফতার ৫ জন! মালদার ইংরেজবাজার এলাকায় চাঞ্চল্য

Malda: মাদক-সহ গ্রেফতার ৫ জন! মালদার ইংরেজবাজার এলাকায় চাঞ্চল্য

Last Updated:

Maldah – ইংরেজবাজারের উকিলপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযানে সন্দেহভাজন একটি ভুটভুটি সহ তিন যুবক কে আটক করে। তাদের তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১ কেজি ৫৮৬ গ্রাম হেরোইন। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ।

মালদহে বেআইনি হেরোইন সহ গ্রেফতার ৫ জন Malda: মাদক-সহ গ্রেফতার ৫ জন! মালদার ইংরেজবাজার এলাকায় চাঞ্চল্য
মালদহে বেআইনি হেরোইন সহ গ্রেফতার ৫ জন 

মালদহ, জিএম মোমিন: বিপুল পরিমাণ বেআইনি মাদক-সহ ৫ জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। প্রায় ১ কেজি ৫৮৬ গ্রাম হেরোইন-সহ প্রথমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সেই তিনজনকে জিজ্ঞাসাবাদের পর কালিয়াচক থানা এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাবদুল শেখ, সাহুল শেখ, ওয়ায়েশ শেখ, মোঃ লুৎফুর শেখ, জালাল শেখ। প্রত্যেকের বাড়ি মালদহের কালিয়াচক থানায় এলাকায়। জানা যায়, এদিন ইংরেজবাজার থানার পুলিশ সিএমজি এবং এসওজির যৌথ অভিযানে ইংরেজবাজারের উকিলপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে অভিযানে সন্দেহভাজন একটি ভুটভুটি-সহ তিন যুবককে আটক করে।

তাদের তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ১ কেজি ৫৮৬ গ্রাম হেরোইন। এরপর তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে আরও দুই জনের নাম উঠে আসে। এর পর এই ঘটনায় কালিয়াচক থানা এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

Scroll to Top