Last Updated:
Madhyamik Result 2025: ২০২৫-এর মেধা তালিকায় ১০ তম স্থান পর্যন্ত ৬৬ জন আছেন। প্রথম র্যাঙ্কে ১। দ্বিতীয় র্যাঙ্কে ২।

কলকাতাঃ ৭০ দিনের মাথায় রেজাল্ট বেরল মাধ্যমিক ২০২৫-এর। চলতি বছর ১০ ফেব্রুয়ারি শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর শেষ হয় ২২ ফেব্রুয়ারি। ২০২৫ পরীক্ষা দিয়েছে মোট ৯৮৪৭৫৩ জন পড়ুয়া। যা গত বছরের থেকে ৬২ হাজার বেশি। এর মধ্যে ৪২৮৮০৩ জন ছাত্র এবং ৫৫৫৯৫০ ছাত্রী। রাজ্য জুড়ে পরীক্ষা হবে মোট ২৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা গ্রহণ হয়েছে।
২০২৫-এর মেধা তালিকায় ১০ তম স্থান পর্যন্ত ৬৬ জন আছেন। প্রথম স্থানে- ১ জন। প্রথম হয়েছে অদৃত সরকার, উত্তর দিনাজপুরের। দ্বিতীয় স্থানে- ২ জন। তৃতীয় স্থানে- ১ জন। চতুর্থ স্থানে- ২ জন।পঞ্চম স্থানে- ৪ জন। ষষ্ঠ স্থানে- ৫ জন। সপ্তম স্থানে-৫ জন। অষ্টম স্থানে- ১৬ জন। নবম স্থানে- ১৪ জন। দশম-১৬ জন।
২০২৪ সালে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৩.৩১%। ২০২৪ সালে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। এবার পুরনো বছরের তথ্যের দিকে তাকালে, ২০২৩ সালে পরীক্ষার্থী ছিল ৬,৩৭,১০৫ জন। পাশ করেছে ৫,৪৮,৯০৯ জন।
Kolkata,West Bengal
WB Madhyamik Result 2025 Merit List: মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদ্রিত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা? কী হতে চায় ৪ পড়ুয়া? জানুন