
এই সব বিশেষ যোগ ও গ্রহ পরিস্থিতির কারণে ৬ আগস্ট, বুধবারের দিন মেষ, বৃষ, কর্কট, তুলা এবং মীন রাশির জাতকদের জন্য অত্যন্ত লাকি হতে চলেছে। তাঁদের ভাগ্য পরিশ্রমের চেয়েও বেশি সাহায্য করবে। জীবনে হঠাৎ আর্থিক লাভ, কাজের সাফল্য এবং পারিবারিক সুখ-সমৃদ্ধির যোগ রয়েছে। ভগবান শিব ও শ্রীগণেশের কৃপায় আগামীকাল তাঁদের উন্নতি দেখা যাবে।