
লো-ভোল্টেজ হল এমন এক দশা, যখন বিদ্যত্ থেকেও কোনও কাজে আসে না। ভোল্টেজ কম থাকলে ফ্রিজ, ফ্যান, টিভি, মাইক্রোওয়েভ-সহ বেশিরভাগ বৈদ্যতিন যন্ত্রপাতিই চলে না সঠিক ভাবে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলেন লো-ভোল্টেজের কারণে বারবার ভোল্টেজ ওঠানামা করলে খারাপও হয়ে যেতে পারে বৈদ্যুতিন যন্ত্রপাতি।