
ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন থেকে প্রকাশিত একটি গবেষণায় লেখা হয়েছে, “পদ্মের সমস্ত অংশে এমন কিছু যৌগ রয়েছে, যেগুলি মানব শরীরে বিভিন্ন ভাবে কাজে আসে। অ্যান্টি-অক্সিডেটিভ, অ্যান্টি-ডায়াবিটিক, অ্যান্টি-ইসকিমিক, অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-অ্যালার্জিক নানা ঔষধি এবং উপকারী বৈশিষ্ট্য রয়েছে পদ্মে।”