Live in Partner Murder: প্রেমিকা পুলিশ অফিসারকে গুলি করে খুনের পর থানায় আত্মসমর্পণ লিভ ইন পার্টনার CRPF জওয়ানের

Live in Partner Murder: প্রেমিকা পুলিশ অফিসারকে গুলি করে খুনের পর থানায় আত্মসমর্পণ লিভ ইন পার্টনার CRPF জওয়ানের

Last Updated:

Live in Partner Murder:অভিযুক্ত দিলীপ ডাংচিয়া, শনিবার সকালে আঞ্জার থানায়, যেখানে মৃতা কর্মরত ছিলেন, সেখানে গিয়ে অপরাধ স্বীকার করে।

অরুণাবেন নাটুভাই যাদব নামে ওই মহিলা কচ্ছের আঞ্জার পুলিশ স্টেশনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেনLive in Partner Murder: প্রেমিকা পুলিশ অফিসারকে গুলি করে খুনের পর থানায় আত্মসমর্পণ লিভ ইন পার্টনার CRPF জওয়ানের
অরুণাবেন নাটুভাই যাদব নামে ওই মহিলা কচ্ছের আঞ্জার পুলিশ স্টেশনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন

কচ্ছ : শুক্রবার রাতে গুজরাতের কচ্ছ জেলায় এক মহিলা পুলিশ অফিসারকে তাঁর লিভ-ইন পার্টনার, একজন সিআরপিএফ কনস্টেবল খুন করেছে বলে অভিযোগ। অভিযুক্ত দিলীপ ডাংচিয়া, শনিবার সকালে আঞ্জার থানায়, যেখানে মৃতা কর্মরত ছিলেন, সেখানে গিয়ে অপরাধ স্বীকার করে।

অরুণাবেন নাটুভাই যাদব নামে ওই মহিলা কচ্ছের আঞ্জার পুলিশ স্টেশনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে, ২৫ বছর বয়সি অরুণাবেন এবং তাঁর সঙ্গীর মধ্যে আঞ্জারে তাঁদের বাড়িতে ঝগড়া হয়। এই সময় অরুণাবেন দিলীপের মা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ।

তাঁদের প্রথম আলাপ হয় ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে। প্রেম গাঢ় হওয়ার পর বেশ কয়েক বছর লিভ ইন করেছিলেন, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/দেশ/

Live in Partner Murder: প্রেমিকা পুলিশ অফিসারকে গুলি করে খুনের পর থানায় আত্মসমর্পণ লিভ ইন পার্টনার CRPF জওয়ানের

Scroll to Top