Last Updated:
Kolkata Underwater Metro: গলি নদীতে ‘ঢেউ’-এ উঠতে মানুষের ভীড়। এই ‘ঢেউ’, জলের ঢেউ নয়। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ‘ঢেউ’। মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রায় যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়।

কলকাতাঃ হুগলি নদীতে ‘ঢেউ’-এ উঠতে মানুষের ভীড়। এই ‘ঢেউ’, জলের ঢেউ নয়। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ‘ঢেউ’। মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রায় যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়। গত ছয় মাস চালু হয়েছে এই পরিষেবা।
আনুষ্ঠানিক উদ্বোধন জানুয়ারিতে বাবুঘাটে হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধোধন করেন।GRSE-এর প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক জাহাজ, যা গঙ্গা এবং ভাগীরথী নদীতে পরিচালিত দূষণকারী, বয়স্ক ডিজেল ফেরিগুলিকে প্রতিস্থাপন করতে নির্মিত হয়েছে। আন্ডারওয়াটার মেট্রো কলকাতায় আবারও পরিবেশ বান্ধব নগর গতিশীলতায় বেঞ্চমার্ক স্থাপন করছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 10:27 PM IST