Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা

Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা

Last Updated:

Kolkata Schools: কলকাতার প্রচুর স্কুলেও চাকরি চলে গিয়েছে একাধিক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর।

News18Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা
News18

কলকাতা: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র সম্পূর্ণ প‍্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। ওই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই চাকরি হারা হলেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। কলকাতার প্রচুর স্কুলেও চাকরি চলে গিয়েছে একাধিক শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর।

কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী? নীচে রইল তালিকা।

স্কুলের নাম শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মী
১.যাদবপুর বিদ্যাপীঠ ১ জন শিক্ষক ১ জন শিক্ষকর্মী
২.পার্ক ইনস্টিটিউশন  ২ জন শিক্ষক
৩.যোধপুর পার্ক বয়েজ ১ জন শিক্ষা কর্মী
৪.দমদম মতিঝিল গার্লস  ২ জন শিক্ষিকা ২ জন শিক্ষকর্মী
৫.বাঙুর মাল্টিপারপাস স্কুল ২ জন ১ জন
৬.সাহাপুর গার্লস হাই স্কুল (আলিপুর ) ১জন শিক্ষিকা
৭.শুঁড়া কন্যা বিদ‍্যালয় ( বেলেঘাটা ) ৩জন শিক্ষিকা

আরও পড়ুন: গরমের ‘সুপার ফ্রুট’, তবু সাবধান! এই কয়েকটি রোগ থাকলে ভুলেও ছোঁবেন না তরমুজ, কাদের বারণ? জেনে নিন

কেবল কলকাতার স্কুলেই নয়, রাজ‍্যের একাধিক স্কুলে একই পরিস্থিতি। কয়েকটি স্কুলে একযোগে বহু শিক্ষকের চাকরি চলে যাওয়ায় একরকম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তমলুকের ময়নার কাছে একটি স্কুলে ১৩ জন শিক্ষক, শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। বহু শিক্ষক, শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় সমস‍্যা দেখা দিয়েছে মাধ‍্যমিক-উচ্চমাধ‍্যমিকের খাতা দেখা নিয়েও।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Schools: স্কুলে স্কুলে চাকরি হারাদের কান্না! কলকাতার কোন কোন স্কুলে চাকরি খোয়ালেন কতজন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী? দেখুন তালিকা

Next Article

Sukanta Majumdar: ‘গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত’! চাকরিহারাদের জন্য মেইল আইডি দিলেন সুকান্ত! লক্ষ্য তাহলে কী?

Scroll to Top