Kolkata News: আত্মীয়ের পরিচয়ে বাড়িতে ঢুকে ১৫ মিনিটে আলমারি সাফ মহিলার! চমকে দেওয়া চুরি শহরের বুকে, CCTV-তে ছবি

Kolkata News: আত্মীয়ের পরিচয়ে বাড়িতে ঢুকে ১৫ মিনিটে আলমারি সাফ মহিলার! চমকে দেওয়া চুরি শহরের বুকে, CCTV-তে ছবি

Last Updated:

Kolkata News: বাঁশদ্রোণী এলাকায় অভিনব কায়দায় চুরি ঘিরে ছড়াল চাঞ্চল্য। রীতিমতো আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি সাফ করল এক মহিলা। যা ঘটেছে, সিনেমাকেও হার মানায়। কাণ্ড দেখে তাজ্জব এলাকাবাসী।

শহরের বুকে চাঞ্চল্যকর চুরি  AI Generated ImageKolkata News: আত্মীয়ের পরিচয়ে বাড়িতে ঢুকে ১৫ মিনিটে আলমারি সাফ মহিলার! চমকে দেওয়া চুরি শহরের বুকে, CCTV-তে ছবি
শহরের বুকে চাঞ্চল্যকর চুরি AI Generated Image

কলকাতা: বাঁশদ্রোণী এলাকায় অভিনব কায়দায় চুরি ঘিরে ছড়াল চাঞ্চল্য। রীতিমতো আত্মীয়ের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি সাফ করল এক মহিলা। যা ঘটেছে, সিনেমাকেও হার মানায়। কাণ্ড দেখে তাজ্জব এলাকাবাসী।

জানা গিয়েছে, চা করতে গিয়ে গায়ে গরম চা পড়ে গিয়ে জখম হন গৃহকর্ত্রী। সেইসময় বাড়ির মেইন গেট পরিচারিকা আসার জন্য খোলা রাখা ছিল। আর সেই সুযোগেই দোতলা বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাত পরিচয় মহিলা। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আত্মীয়ের পরিচয় দিয়ে আলমারি সাফ করে দ্রুত পায়ে হেঁটে ১৫ মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই মহিলা।

অভিনব এই চুরির ঘটনায় গতকাল রাতে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের হয়েছে। আলমারি থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা চুরি গিয়েছে বলে খবর। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লেও এখনও পর্যন্ত অধরা ওই অজ্ঞাতপরিচয় ‘আত্মীয়া’।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

Kolkata News: আত্মীয়ের পরিচয়ে বাড়িতে ঢুকে ১৫ মিনিটে আলমারি সাফ মহিলার! চমকে দেওয়া চুরি শহরের বুকে, CCTV-তে ছবি

Next Article

Copper Utensils: ব্যবহার করতে করতে কি কালচে হয়ে যাচ্ছে তামার বাসন? রাসায়নিক ছাড়াই হবে চকচকে

Scroll to Top