Last Updated:
Kolkata News: আবাসনের চারতলা থেকে পড়ে মৃ*ত্যু হয়েছে ৫২ বছরের কৌস্তভ দাস নামে ওই আইনজীবীর। কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন তিনি।

কলকাতা: বালিগঞ্জের অভিজাত আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক আইনজীবীর। ঘটনাটি ঘটেছে শনিবার। আবাসনের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ৫২ বছরের কৌস্তভ দাস নামে ওই আইনজীবীর।
পেশায় আইনজীবী কৌস্তভ দাস আবাসনে স্ত্রী ও তাঁর একমাত্র ছেলের সঙ্গে থাকতেন। গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ ফ্ল্যাটের জানালা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে এটি নিছকই আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।
সুস্মিতা মণ্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 2:19 PM IST