Kolkata Metro:দ্রুত বদলে যাচ্ছে মেট্রোর থার্ড রেল, সিঙ্গাপুর, লন্ডন,মস্কো, বার্লিন মেট্রোর সঙ্গে এবার এক তালিকায় কলকাতা মেট্রো

Kolkata Metro:দ্রুত বদলে যাচ্ছে মেট্রোর থার্ড রেল, সিঙ্গাপুর, লন্ডন,মস্কো, বার্লিন মেট্রোর সঙ্গে এবার এক তালিকায় কলকাতা মেট্রো

Last Updated:

বিদ্যুৎ খরচ বাঁচিয়ে আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেল এবার কলকাতা মেট্রোয়। দীর্ঘ ৩৮ বছর পর ধাপে ধাপে কাজ সেরে ফেলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে বার্ষিক এক কোটি টাকা খরচ বাঁচবে প্রতি কিলোমিটারে

* দ্রুত বদলে যাচ্ছে মেট্রোর থার্ড রেলKolkata Metro:দ্রুত বদলে যাচ্ছে মেট্রোর থার্ড রেল, সিঙ্গাপুর, লন্ডন,মস্কো, বার্লিন মেট্রোর সঙ্গে এবার এক তালিকায় কলকাতা মেট্রো
* দ্রুত বদলে যাচ্ছে মেট্রোর থার্ড রেল

কলকাতা: সিঙ্গাপুর, লন্ডন,মস্কো, বার্লিন, ইস্তানবুল, মিউনিখ মেট্রোর সঙ্গে এক তালিকায় এবার কলকাতা মেট্রো৷ বিদ্যুৎ খরচ বাঁচিয়ে আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেল এবার কলকাতা মেট্রোয়। দীর্ঘ ৩৮ বছর পর ধাপে ধাপে কাজ সেরে ফেলছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে বার্ষিক এক কোটি টাকা খরচ বাঁচবে প্রতি কিলোমিটারে। ৩৫ কিমি অংশ জুড়ে দমদম থেকে টালিগঞ্জের মধ্যে এই কাজ হবে। ফেজ ১ পর্যায়ে শ্যামবাজার থেকে টালিগঞ্জ ডাউন লাইনেও শ্যামবাজার থেকে পার্ক স্ট্রিট আপ লাইনে এই কাজ হবে। দ্বিতীয় পর্যায়ে এই কাজ হবে পার্ক স্ট্রিট থেকে টালিগঞ্জ আপ লাইনে শ্যামবাজার থেকে দমদম আপ ও ডাউন লাইনে। রাতে যাত্রী পরিষেবা বন্ধের পরে এই কাজ হবে। ২০২৬ সালের মধ্যে এই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে এই কাজ হবে টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে যা শুরু হবে ডিসেম্বর ২০২৫ থেকে। এই অ্যালুমিনিয়াম থার্ড রেল এসেছে জার্মানির হামর্বুগ থেকে। গিরিশ পার্ক ও পার্ক স্ট্রিট ওয়াই সাইডিংয়ে এই কাজ আগেই পরীক্ষামূলক ভাবে সেরে ফেলা হয়েছে।

২০১২ সালের পর থেকে দেশের সব মেট্রোপথে অ্যালুমিনিয়ামের থার্ড রেল ব্যবহার করা বাধ্যতামূলক করেছে রেল মন্ত্রক। কলকাতা মেট্রোর নতুন লাইনে ওই ব্যবস্থা মেনে চলা হলেও চারদশকের পুরনো লাইনে ওই সুবিধা ছিল না। ইস্পাতের থার্ড রেল ব্যবহার করে ডিসি কারেন্টে মেট্রো চালানোয় নানা দিক থেকে নানা সমস্যা দেখা দিচ্ছিল। ইস্পাতের তড়িৎ পরিবহণ ক্ষমতা অ্যালুমিনিয়ামের ছয় ভাগের এক ভাগের থেকেও কম। ওই ব্যবস্থায় প্রচুর তাপ উৎপন্ন হয়ে বিদ্যুতের অপচয় হয়। পাশাপাশি, সুড়ঙ্গের উষ্ণতা বাড়ে। কলকাতা মেট্রোয় এখন উত্তর-দক্ষিণ শাখায় তিনটি সংস্থার তৈরি তিন ধরনের রেক চলে যাদের প্রত্যেকের থার্ড রেল থেকে বিদ্যুৎ টানার ব্যবস্থা ভিন্ন।

মেট্রো সূত্রের খবর, ইস্পাতের থার্ড রেল অপসারণ, তার জায়গায় মাপ মতো নতুন কাঠামোর উপরে থার্ড রেল বসানো, বিদ্যুৎ সংযোগ স্থাপন, লাইনের সঙ্কোচন-প্রসারণের জায়গা রাখার ব্যবস্থা করা-সহ একাধিক খুঁটিনাটি সামলে ওই কাজ করতে হয়েছে। মেট্রোর দুই অধিকর্তা সুমিত কয়াল এবং অভিষেক সিংহের তত্ত্বাবধানে ওই কাজের খুঁটিনাটি পরিকল্পনা করা হয়।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro:দ্রুত বদলে যাচ্ছে মেট্রোর থার্ড রেল, সিঙ্গাপুর, লন্ডন,মস্কো, বার্লিন মেট্রোর সঙ্গে এবার এক তালিকায় কলকাতা মেট্রো

Scroll to Top