Last Updated:
Kolkata Metro: স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ অগাস্ট, কলকাতা মেট্রোতে পরিষেবায় কিছু পরিবর্তন আসছে। এদিন ব্লু লাইন, গ্রীন লাইন-১ এবং গ্রীন লাইন-২–এ দৈনিক পরিষেবার তুলনায় কম মেট্রো চলবে।

কলকাতা: স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ অগাস্ট, কলকাতা মেট্রোতে পরিষেবায় কিছু পরিবর্তন আসছে। এদিন ব্লু লাইন, গ্রীন লাইন-১ এবং গ্রীন লাইন-২–এ দৈনিক পরিষেবার তুলনায় কম মেট্রো চলবে। তবে পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্লু লাইনে ১৮২টি মেট্রো (৯১ আপ ও ৯১ ডাউন) চলবে, যা দৈনিক ২৬২টি সার্ভিসের তুলনায় কম। প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম, সকাল ৬টা ৫৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, সকাল ৬টা ৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সকাল ৬টা ৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে।
শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ২৮ মিনিটে, শহীদ ক্ষুদিরাম থেকে রাত ৯টা ৩২ মিনিটে এবং রাত ৯টা ৪৪ মিনিটে দমদমের উদ্দেশে ছাড়বে। নিয়মমাফিক বিশেষ নাইট মেট্রো থাকবে রাত ১০টা ৪৩ মিনিটে শহীদ ক্ষুদিরাম ও রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে।
গ্রীন লাইন-১গ্রীন লাইন-১–এ মোট ৯২টি মেট্রো (৪৬ আপ ও ৪৬ ডাউন) চলবে, যা দৈনিক ১০৮টির তুলনায় কম। প্রথম মেট্রো সকাল ৬টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ, এবং সকাল ৬টা ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ছাড়বে। শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে এবং রাত ৯টা ৪০ মিনিটে সেক্টর ফাইভ থেকে ছাড়বে।
গ্রীন লাইন-২গ্রীন লাইন-২–এ মোট ১২৪টি মেট্রো (৬২ আপ ও ৬২ ডাউন) চলবে, যা দৈনিক ১৩৪টির তুলনায় কম। প্রথম মেট্রো সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্লানেড—দুই প্রান্ত থেকেই একসঙ্গে ছাড়বে। শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে হাওড়া ময়দান এবং এসপ্লানেড থেকে ছাড়বে।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন শহরে বিভিন্ন অনুষ্ঠানের কারণে যাত্রীসংখ্যা কিছুটা কম থাকার সম্ভাবনা থাকায় এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে, যাতে যাত্রীরা কোনও অসুবিধায় না পড়েন।
Kolkata,West Bengal
August 14, 2025 11:05 PM IST