Kolkata Metro: বিরাট সুখবর! কলকাতা মেট্রোয় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, কবে থেকে শুরু?

Kolkata Metro: বিরাট সুখবর! কলকাতা মেট্রোয় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, কবে থেকে শুরু?

Last Updated:

Kolkata Metro: দিন দিন কলকাতা মেট্রোর পরিধি বাড়ছে। সেই তুলনায় চালকের সংখ্যা কম। এর মধ্যে মার্চেই ১৩ জন অবসর নেবেন। তাহলে কলকাতায় কি নির্বিঘ্নে মেট্রোরেল চলবে?

* শতাধিক চালক নিয়োগ কলকাতা মেট্রোয় শীঘ্রই ! Kolkata Metro: বিরাট সুখবর! কলকাতা মেট্রোয় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, কবে থেকে শুরু?
* শতাধিক চালক নিয়োগ কলকাতা মেট্রোয় শীঘ্রই ! 

কলকাতা: অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়ে প্রত্যাহার করে নিল রেল। যার জেরে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। রেল ইউনিয়ন জানিয়েছে, তাদের লাগাতার বিরোধিতা করে আন্দোলনের জন্যই এই সিদ্ধান্ত। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, “মেট্রোয় চালকের নিয়োগের ব্যাপারে, রেল মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। রেল বোর্ড জানিয়েছে, রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে শতাধিক চালক নিয়োগ করা হবে। চালকের অভাবে মেট্রো পরিষেবা বন্ধ হবে না।”

প্রসঙ্গত, কলকাতা মেট্রোর গ্রীন লাইনে অপারেটর নিয়োগ করতে চেয়ে আগ্রহ পত্র চেয়ে গত ৭ মার্চ বিজ্ঞাপন দিয়েছিল মেট্রো রেল। কয়েকদিনের মধ্যেই অপারেটর নিয়োগের সেই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়া হয়। মেট্রো সূত্রে খবর, নিয়োগের ব্যাপারে আশ্বাস পেয়েই প্রত্যাহার করে নেওয়া হয়েছে অপারেটর নিয়োগের বিজ্ঞাপন।দেশের প্রথম মেট্রো রেল চলে কলকাতায়। দেশের একমাত্র সরকারি মেট্রো পরিষেবাও রয়েছে কলকাতায়। সেটাই কি বেসরকারি হয়ে যাবে? এ প্রশ্ন তুলে দিয়েছিল কলকাতা মেট্রোর এই বিজ্ঞাপন।

আরও পড়ুন-সবাই শুয়ে পড়লেই বন্ধ ঘরে স্ত্রীর শুরু…! স্বামী জানতেই ডিভোর্সের জন্য ছুটলেন আদালতে, বিচারক মুখ খুলতেই সব শেষ! জানলে ঘুম উড়বে

শুভাশিস সেনগুপ্ত, সহ-সভাপতি, মেট্রোরেল প্রগতিশীল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন বলেন, হঠাৎ করে অপারেটর নিয়োগ করব এটা হয় নাকি। এত যাত্রী সুরক্ষা বিঘ্নিত হবার মত বিষয়। যেখানে বছরের পর বছর চালক নিয়োগ আটকে আছে সেখানে মেট্রো রেলের মত একটা জোনে এই বেসরকারি মাধ্যমে নিয়োগ হতে পারে না। অন্যদিকে সুজিত ঘোষ, সভাপতি, মেট্রোরেল মেন‍‌‌স ইউনিয়ন, জানিয়েছেন, এই সিদ্ধান্ত কার্যত বেসরকারিকরণের ধাপ ছিল। আমরা এর বিরোধিতা প্রথম থেকেই করে আসছি। যাত্রী সুরক্ষার বিষয়টিও মাথায় রাখতে হবে। এ বিষয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, চালক নিয়োগের বিষয়ে দিল্লি থেকে আশ্বস্ত করা হয়েছে।রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই মেট্রোর চালক নিয়োগ করা হবে। এই মুহূর্তে কলকাতা মেট্রোয় চারটি লাইনে ট্রেন চলে ব্লু লাইন অর্থাৎ উত্তর-দক্ষিণ ইস্ট-ওয়েস্টের জন্য গ্রিন লাইন জোকা-মাঝেরহাট পার্পল লাইননিউ গড়িয়া থেকে রুবি অরেঞ্জ লাইন শীঘ্রই হাওড়া ময়দানের সঙ্গে জুড়ে যাবে সেক্টর ফাইভ নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ইয়েলো লাইনের পরিষেবা শুরু হতে পারে।

আরও পড়ুন-১ টাকা খরচ হবে না! বাড়িতে এসি সার্ভিস করার কায়দা শিখে নিন, খরচ বাঁচবে

দিন দিন কলকাতা মেট্রোর পরিধি বাড়ছে। সেই তুলনায় চালকের সংখ্যা কম। এর মধ্যে মার্চেই ১৩ জন অবসর নেবেন। তাহলে কলকাতায় কি নির্বিঘ্নে মেট্রোরেল চলবে? এ প্রশ্ন অনেকেরই। যদিও মেট্রো কর্তৃপক্ষর দাবি, পরিষেবায় কোনও সমস্যা হবে না।

Next Article

পিছোল মুখ্যমন্ত্রীর লন্ডন সফর! হিথরোতে অগ্নিকাণ্ডের পরেই সিদ্ধান্ত বদল? সূচি জানাবে নবান্ন

Scroll to Top