Last Updated:
Kolkata Football- রবিবার অর্ণবের মা প্রয়াত হন। এমন খবর পাওয়ার পরদিনই অনুশীলনে নেমে পড়েন তিনি। রবিবার রাতে মায়ের সৎকার করে কোচকে ফোন করেন তিনি। বলে দেন, তিনি সোমবার অনুশীলন করবেন।

কলকাতা : ক্রীড়াপ্রমীদের অনেকেই আক্ষেপ করে বলেন, বাংলার তথা দেশের ফুটবলের উন্নতি অসম্ভব। নতুন প্রজন্ম কলকাতা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমন অভিযোগ অমূলক নয়। তবে কলকাতা ফুটবলে এখনও যে ব্যাপারটা রয়েছে তা হল আবেগ। খেলার প্রতি, ফুটবলের প্রতি যে আবেগ, ভালবাসা তা এখনও অক্ষুন্ন।
আজ থেকে প্রায় চার বছর আগে পিয়ারলেসের আকাশ মুখোপাধ্যায় বাবার মৃতদেহ বাড়িতে রেখে কলকাতা লিগের ম্যাচ খেলতে ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন। আকাশের মতো প্রায় একই ঘটনা কলকাতা ময়দানে ঘটল আবার। সেদিন টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচে শেষ মিনিট পর্যন্ত খেলেছিলেন আকাশ। ওই ম্যাচে কপালে চোট পান তিনি। মাথায় ব্যান্ডেজ পরেই খেলেন। ম্যাচ শেষে বাড়ি ফিরে বাবার সৎকার করেছিলেন তিনি।
রবিবার অর্ণবের মা প্রয়াত হন। এমন খবর পাওয়ার পরদিনই অনুশীলনে নেমে পড়েন তিনি। রবিবার রাতে মায়ের সৎকার করে কোচকে ফোন করেন তিনি। বলে দেন, তিনি সোমবার অনুশীলন করবেন। চার বছরের মধ্যেই ২২ বছরের তরুণ গোলকিপার বাবা ও মাকে হারালেন। বাড়িতে এখন শূন্যতা। শিমুরালির ছেলে অর্ণব এত শোকের মাঝে এখন ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছে।
মঙ্গলবার ব্যারাকপুরে লিগের ম্যাচে খেলতে নামেন অর্ণব। প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল। শেষ মিনিট পর্যন্ত পাঠচক্রের জার্সিতে গোলকিপিং করেন। ম্যাচটা ১-০ গোলে জিতল পাঠচক্র। ম্যাচ শেষে অর্ণব কান্নায় ভেঙে পড়লেন।
এই ম্যাচের পর পাঠচক্রের বিনিয়োগকারী সংস্থার কর্তারা ফুটবলারদের বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলেন। তবে ফুটবলাররা প্রস্তাব দেন, বিরিয়ানিতে খরচের টাকাটা তুলে দেওয়া হোক অর্ণবের মায়ের শেষকৃত্যের জন্য। শেষমেশ তাই হল।
Kolkata,West Bengal
July 16, 2025 1:36 PM IST