Last Updated:
Kolkata: বেনিয়াপুকুর থানা এলাকার ক্রিস্টোফার রোডের সিআইটি কোর্য়াটারে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার মৃতদেহ।

কলকাতা: বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বেনিয়াপুকুরে। বেনিয়াপুকুর থানা এলাকার ক্রিস্টোফার রোডের সিআইটি কোর্য়াটারে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার মৃতদেহ। মৃত বৃদ্ধার নাম করবী ভট্টাচার্য। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। সূত্রের খবর, কোর্য়াটারে একাই থাকতেন বৃদ্ধা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মৃত বৃদ্ধার আবাসন থেকে পচা দুর্গন্ধ পেলে সন্দেহ জাগে প্রতিবেশীদের মনে। তত্ক্ষণাত্ পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন ঘরের মধ্যে পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর নিথর দেহে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে পচন ধরা।
প্রতিবেশীরা জানিয়েছেন একা থাকতেন বৃদ্ধা। অসুস্থ ছিলেন বৃদ্ধা করবী ভট্টাচার্য। ঘরের ভিতরে অপরিস্কার অবস্থা। উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। যদিও মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিশেষ কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
Kolkata,West Bengal
July 13, 2025 8:27 PM IST