Kolkata: কাঁচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা, কলকাতা বিমানবন্দরে আটক বাংলাদেশের যুবক

Kolkata: কাঁচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা, কলকাতা বিমানবন্দরে আটক বাংলাদেশের যুবক

Last Updated:

সিঙ্গাপুর থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের বাসিন্দার। কিন্তু কলকাতা বিমানবন্দরে কয়েক ঘন্টা লে-ওভার ছিল, যার ফলেই বিপত্তি! বিমানবন্দরের ভিতরের কাঁচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা! অবশেষে সন্দেহভাজন হিসাবে আটক বাংলাদেশের যুবক

কলকাতা বিমানবন্দরে সন্দেহভাজন হিসাবে আটক বাংলাদেশের বাসিন্দাKolkata: কাঁচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা, কলকাতা বিমানবন্দরে আটক বাংলাদেশের যুবক
কলকাতা বিমানবন্দরে সন্দেহভাজন হিসাবে আটক বাংলাদেশের বাসিন্দা

কলকাতা: কলকাতা বিমানবন্দরে সন্দেহভাজন হিসাবে আটক বাংলাদেশের বাসিন্দা! দীর্ঘসময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ। জানা যায়, কাঁচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা করে যুবক। সিঙ্গাপুর থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের বাসিন্দার। কিন্তু কলকাতা বিমানবন্দরে কয়েক ঘন্টা লে-ওভার ছিল, যার ফলেই বিপত্তি! বিমানবন্দরের ভিতরের কাঁচ ভেঙে বাইরে বেরনোর চেষ্টা! অবশেষে সন্দেহভাজন হিসাবে আটক বাংলাদেশের যুবক।

সিঙ্গাপুর থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ আশরাফুলের। সিঙ্গাপুর থেকে যখন বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, মাঝে কয়েক ঘন্টা লে-ওভারে কলকাতায় বিমান নামলেও ভারতে ঢোকার ভিসা ছিল না, বাংলাদেশের বাসিন্দা মোঃ আশরাফুল হোসেনের। কলকাতায় নেমে তার যাওয়ার কথা ছিল ঢাকায়। মাঝের সময়টুকু শুধু কলকাতা বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ট্রানজিট ছিল। কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনাল চারদিক থেকে কাঁচ দিয়ে ঘেরা থাকে। সেখান থেকে কোনওভাবেই যাত্রীরা বাইরে বেরোতে পারেন না।

ফ্লাইটে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য স্লাইড ধরতে সরাসরি বিমানে উঠে যান যাত্রীরা। কিন্তু শুক্রবার দুপুরে মোহাম্মদ আশরাফুল হোসেন ওই টার্মিনালের কাচ ভেঙে অন্য প্রান্তে যাওয়ার চেষ্টা করে। যখনই এই খবর সিআইএসএফের কাছে পৌঁছয়, সিএসএফ জাওয়ানরা ধরে ফেলে ওই বাংলাদেশের বাসিন্দাকে। নিজের হাত দিয়ে কাঁচ ভাঙার চেষ্টা করে মোঃ আশরাফুল। নিজেও আহত হয়। বিমানবন্দরের ভিতরে তার চিকিৎসা করা হয়। ভারতের ভিসা না থাকা সত্ত্বেও কেন কলকাতা শহরে ঢুকতে চাইছিলেন, সেটা এখনও স্পষ্ট হয়নি। ইতিমধ্যেই তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Scroll to Top