

: বন্য প্রাণী জগতের নিজেদের মত করে নিয়ম রয়েছে৷ তারা তাদের মতো করেই নিজেদের রক্ষা করে, খাবার জোগাড় করে, সঙ্গমের আনন্দ নেয়, পরের প্রজন্মকে জন্ম দেয়৷ কিন্তু জানেন কি নিজেদের প্রজাতির মাংস নিজেরাই খাবার এক অদ্ভুত পদ্ধতি রয়েছে৷ যা সোজা কথায় ক্যানিবালিজিম৷ এরা নিজেদের শিশুদের খেয়ে নেয়৷ শুধু তাইই নয়, অনেক সময়েই নিজেদের পার্টনারকেও খেয়ে নিতে দ্বিধাবোধ করে না এরা৷